promotional_ad

বিজয়-নাসিরদের টপকে শীর্ষে তাইবুর

ছবিঃ ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন ঢাকা বিভাগের তাইবুর রহমান। ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান ৫৮.১১ গড়ে করেছেন ৫২৩ রান। ছয় ম্যাচে দশ ইনিংসে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরির সাহায্যে এই রান করা তাইবুর এবারই প্রথমবারের মতো জাতীয় লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।


অল্পের জন্য তাইবুরকে ছাড়িয়ে যেতে পারেননি খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। পাঁচ ম্যাচে নয় ইনিংসে তাইবুরের মতো দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিসহ ৭২.২৮ গড়ে ৫০৬ রান করেছেন বিজয়।



promotional_ad

এবারের জাতীয় লিগে সবচেয়ে বেশি ২১টি ছক্কা হাঁকিয়েছেন বিজয়। ডানহাতি এই ব্যাটসম্যানের পরে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন খুলনা বিভাগের আরেক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান (১৫টি)।


রান তালিকায় বিজয়ের একট??? পেছনেই থেমেছেন ঢাকা বিভাগের রকিবুল হাসান। ছয় ম্যাচে দশ ইনিংসে ৫৫.৩৩ গড়ে করেছেন ৪৯৮ রান। ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞ ব্যাটসম্যান এবারের আসরে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি (৬টি) করেছেন। সেঞ্চুরি পাননি তিনি, সর্বোচ্চ রান ৯৯।


তিনটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরিসহ ৫১.১১ গড়ে ৪৬০ রান করেছেন রংপুর বিভাগের নাসির হোসেন। তালিকার চতুর্থ স্থানে আছেন তিনি। সদ্য সমাপ্ত জাতীয় লিগের আসরে চট্টগ্রাম বিভাগের পিনাক ঘোষের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সংখ্যক চার হাঁকান নাসির। পিনাক ও নাসির দুজনই ৪৯টি করে চার হাঁকিয়েছেন।



সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নম্বরে আছেন রংপুর বিভাগের নাঈম ইসলাম। ঘরোয়া ক্রিকেটের এই অভিজ্ঞ ব্যাটসম্যান একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরিসহ ৪০.৫০ গড়ে ৪০৫ রান করেন। আসরে সবচেয়ে বেশি সংখ্যক বল খেলা ব্যাটসম্যান তিনি। ছয় ম্যাচে দশ ইনিংসে খেলেছেন মোট ১০৮৩ বল। 
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball