ভারতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ইন্দোর টেস্টে ভারতীয় বোলারদের সব চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ। ইশান্ত শর্মা বা রবিচন্দ্রন অশ্বিনদের সামাল দিতে যে মানসিকতা থাকা প্রয়োজন, সেটা দলের মাঝে আছে বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মমিনুল হক।
কিছুদিন আগেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হোয়াইটওয়াশ করেছে কোহলিবাহিনী। যেখানে ভারতের বোলারদের কাছে পাত্তাই পাননি প্রোটিয়া ব্যাটসম্যানরা। এবার বাংলাদেশকেও বড় ধরনের চ্যালেঞ্জ দিতে প্রস্তুত মোহাম্মদ শামি-রবিন্দ্র জাদেজারা।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার উদাহরণ টেনে অধিনায়ক মমিনুল জানিয়েছেন, ভারতের স্পিন এবং পেস খেলার সব প্রস্তুতি নিয়েছে তাঁর দল। সেই সঙ্গে ভারত যে সব দলকে একই চ্যালেঞ্জ দেবে না, সেটাও জানেন বাঁহাতি ব্যাটসম্যান।

মমিনুল বলেন, ‘ভারত এমন একটা দল, যারা একেক দলকে একেক চ্যালেঞ্জ দিয়ে থাকে। আপনি আলাদা করে বলতে পারবেন না, সাউথ আফ্রিকাকে স্পিন বা পেস বল দিয়ে চ্যালেঞ্জ দিয়েছে। এমন হতে পারে আমাদের তারা পেস বোলিং দিয়ে চ্যালেঞ্জ করতে পারে।’
‘আবার স্পিন দিয়ে চ্যালেঞ্জ করতে পারে। আমরা দুই দিক দিয়েই চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। অবশ্যই চ্যালেঞ্জ হবে, এই চ্যালেঞ্জ নেয়ার জন্য সবার মন মানসিকতা আছে। আমার মনে হয় আমরা এভাবেই প্রস্তুতি নিচ্ছি।‘ যোগ করেন মমিনুল।
সাকিব আল হাসান ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় টেস্ট অধিনায়কত্ব দেয়া হয়েছে মমিনুল হককে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে বাংলাদেশ। আর এই টেস্ট দিয়ে অধিনায়ক হিসেবে নতুন যারা শুরু করবেন মমিনুল।
নতুন দায়িত্বকে অবশ্য চাপ হিসেবে নিচ্ছেন না তিনি। মুমিনুল জানিয়েছেন, অধিনায়ক হিসেবে নয়, একজন ব্যাটসম্যান হিসেবেই খেলতে চান তিনি। টপ অর্ডার এই ব্যাটসম্যান আরও বলেন, ‘যখন থেকে অধিনায়কত্ব পেয়েছি জিনিসটা কোনো সময় ফিল করিনি। কারণ আমি অধিনায়কত্ব নেয়ার আগে যেভাবে ব্যাটসম্যান হিসেবে খেলেছিলাম, এখনও ওইভাবে ব্যাটসম্যান হিসেবে খেলব।’
‘অধিনায়কত্ব করলে সব সময় একটি ইতিবাচক দিক থাকে। আমি সব সময় পজেটিভ হওয়ার চেষ্টা করি। হয়তো ক্রিকেট জ্ঞানটা একটু বারে। কিছুটা হয়তো দায়িত্ব থাকে। এগুলো হয়তো উন্নতি হবে আরও বেশি। আমার পারফরম্যান্সটা বাড়বে আরও।’