promotional_ad

পিসিবির আকস্মিক সিদ্ধান্তে হতাশ আরব আমিরাত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-১০ লিগের আসর। কিন্তু এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না পাকিস্তানের ক্রিকেটাররা। জাতীয় দলে খেলা ক্রিকেটারদের টি-১০ লিগে খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 


পিসিবির এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবার বিবৃতি দিয়েছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তানের ক্রিকেটাররা না থাকলে অনেকটাই জৌলুস হারাবে টুর্নামেন্টটি বলে বিশ্বাস করে তারা। পিসিবির এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক দেশটির ক্রিকেট বোর্ড। 



promotional_ad

গত সপ্তাহে ইসিবির পক্ষ থেকে টি-১০ লিগের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি পিসিবি চেয়ারম্যান এহসান মানির কাছে একটি চিঠি পাঠান। এই চিঠিতে টুর্নামেন্ট থেকে পাকিস্তানি খেলোয়াড়দের সরিয়ে নেয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।


জিরুনি লিখেন, 'আমরা অনেক বেশি শঙ্কিত এবং হতভম্ব দেরিতে এই সিদ্ধান্ত জানানোয়। ১৬ অক্টোবর প্লেয়ার্স ড্রাফটে অংশ নেয়া পাকিস্তানি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে অনেকেই, যাদের মধ্যে আছে টিম আবু ধাবি যেটি আবু ধাবি সরকার দ্বারা পরিচালিত। আপনারা জানেন যে আবু ধাবি স্পোর্টস কাউন্সিল,আবু ধাবি ক্রিকেট এবং আবু ধাবি ট্যুরিসম এই তিন সরকারি প্রতিষ্ঠান টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত এবং তারা অনেক অর্থ বিনিয়োগ করেছে এই টুর্নামেন্টের জন্য। ইসিবি এই টুর্নামেন্ট দ্বারা ক্রিকেটের উন্নতি সাধন করতে চায় এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিতে চায়।'    


ক্রিকেটারদের জন্য পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে অংশ নেয়া বাধ্যতামূলক করেছে পিসিবি। সেই কারণে টি-১০ সহ বিদেশি কোনো লিগে তাদের খেলার অনুমতি প্রদান করছে না বোর্ড।  



এর আগে ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টে খেলার জন্য মোহাম্মদ আমির এবং শোয়েব মালিকসহ বেশ কিছু ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছিল পিসিবি।বোর্ডের কাছ থেকে অনুমতি পাওয়ায় টি-১০ লিগে খেলার আগ্রহ প্রকাশ করেন তাঁরা। কিন্তু কায়েদ-এ-আজম ট্রফির কারণে ক্রিকেটারদের  অনাপত্তিপত্র প্রত্যাহার করে নেয় বোর্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball