promotional_ad

দ্বিগুন হয়েছে নারী ক্রিকেটের বাজেট

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনেক দিন ধরেই বৈষম্যের শিকার বাংলাদেশ নারী ক্রিকেট দল। পুরুষ দলের তুলনায় তাদের বেতন এবং ম্যাচ ফি খুবই নগণ্য। এবার নারী ক্রিকেটের বাজেট দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান শফিউল আলম নাদেল।


মূলত বোর্ডের সহযোগীতার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। তাদের বেতন এবং ম্যাচ ফি বাড়াতে হলে ধারাবাহিক ভাবে ভালো খেলতে হবে বলে জানিয়েছেন বিসিবির এই পরিচালক।



promotional_ad

এ প্রসঙ্গে নাদেল বলেন, 'আমাদের গত বছর যে বাজেটটা ছিল এই বছর কিন্তু প্রায় সেই বাজেটটা দ্বিগুণ করেছি। এটা কিন্তু আমাদের বোর্ড যদি সহযোগিতা না করতো তাহলে এটা সম্ভব ছিল না।'


অনেক নারী ক্রিকেটারের বেতন বাড়ানো হয়েছে। নারী ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ বেতন ৪০ হাজার টাকা। আর সর্বনিম্ন ১৫ হাজার টাকা। বিসিবির কাছ থেকে মাসিক বেতন পান ১৬-১৭ জন নারী ক্রিকেটার। তাদের বেতন আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন নাদেল।


উইমেন্স উইংয়ের প্রধান বলেছেন, 'আমরা ১৬-১৭ জনকে স্যালারি দেই। এখন ২০ হাজার আছে আমিতো প্রস্তাব করতে পারিনা বাজেটে সাম্নের বার ৪০ হাজার দেন। দীর্ঘদিন যা ছিল, আমরা অল্প দিনে বেশ কিছু জায়গায় সুবিধা বাড়ানোর চেষ্টা করেছি।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball