টাকার জন্য খেলা বন্ধ, বিশ্বাসই হচ্ছে না পাপনের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টাকার জন্য ক্রিকেটাররা খেলা বন্ধ করে দেবেন, বিষয়টি বিশ্বাস করতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার (২০ অক্টোবর) ১১ দফা দাবিতে অর্নির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জরুরি বৈঠকে বসে বিসিবি। সভা শেষে বিসিবি সভাপতি জানান, ক্রিকেটারদের চাওয়া কখনই অপূর্ণ থাকেনি। সাকিব আল হাসান-তামিম ইকবালদের চাওয়াতেই জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারদের বেতন আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘ওরা চেয়েছে আমি দেই নাই এটা হয়নি। শ্রীলঙ্কা সফর থেকে আসার পরেই সাকিব-তামিম আমাকে বলেছে, ভাই বেতন বাড়িয়ে দেন। আমি বললাম, তোমাদের বেতন এখন কত? ওরা বললো ২ লাখ ৫০ হাজার, আরও ৫০ হাজার বাড়িয়ে দেন। আমি পরে বললাম ঠিক আছে চার লাখ করে দিলাম। কী পরিমাণ সুযোগ-সুবিধা ওদের দিচ্ছি, ২৪ কোটি টাকা শুধু ওদের বোনাস দিয়েছি।'
ক্রিকেটারদের ১১ দফা দাবির মধ্যে অন্যতম গ্রাউন্ডসম্যান এবং আম্পায়ারদের বেতন বৃদ্ধি। এই বিষয়ে কথা বলতে গিয়ে পাপন জানান, কদিন আগেই স্থানীয় আম্পায়ারদের বেতন বাড়িয়েছেন তাঁরা। ক্রিকেটারদের ব্যক্তিগত সমস্যা সমাধানেও এগিয়ে যান বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘ওরা একটা দাবি করেছে গ্রাউন্ডসম্যান-আম্পায়ারদের বেতন বাড়ানোর। আমরা তো কদিন আগেই আম্পায়ারদের বেতন বাড়িয়েছি। তারপরও কী করে ওরা এই দাবি করে? ওরা এমন ভাব দেখিয়েছে যে আমরা কিছুই করছি না। এত কিছু করার পরও...। কী করিনি? ওদের পারিবারিক সমস্যার আমি সমাধান করেছি। কারও খালার সমস্যা, কারও জমি উদ্ধার, কী কাজে আমি যাইনি।’
ঘরোয়া ক্রিকেটে ক্রিকেটারদের বকেয়া বেতন পরিশোধ এবং বিসিবির নানা বিতর্কিত সিদ্ধান্তসহ দেশের ক্রিকেটের চলমান অসংগতিতে অসন্তোষ প্রকাশ করে সোমবার (২১ অক্টোবর) ৫০-৬০ জন ক্রিকেটার একসঙ্গে জড়ো হন শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। তারা দেশের ক্রিকেটের কাঠামো ঢেলে সাজানোর জন্য ১১ দফা দাবি জানান। এই দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকবেন বলে জানান ক্রিকেটাররা।