promotional_ad

ম্যাচ পাতানোর অভিযোগ তুললেন সাকিব!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঘরোয়া ক্রিকেটের দলগুলোর বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের ক্রিকেটের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 


১১ দফা দাবি জানিয়ে ধর্মঘট ঘোষণার সময় সাকিবের জানান, ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলোতে মাঠে নামার আগে থেকেই জয়ী দল নির্বাচন করা থাকে। যে কারণে দেশের ক্রিকেটের মান ক্রমাগত কমে যাচ্ছে। বিষয়টিকে দুঃখজনক হিসেবে আখ্যা দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।  



promotional_ad

সাকিব বলেন, ‘এখানে আমাদের ঘরোয়া ক্রিকেট নিয়ে কথা হচ্ছে। আমাদের প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণির ক্রিকেট কেমন, এটা আমরা সবাই জানি। বিভিন্ন সময় পত্রিকায় এসেছে আমাদের মানটা আসলে কোথায় আছে। ম্যাচে যাওয়ার আগে অনেক সময় জানা যায় কোন দল জিতবে বা কোন দল হারবে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।’


ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিশ্চিত করতে হলে ম্যাচের আগেই ফল নির্ধারণ করার মতো বাজে দৃষ্টান্ত বন্ধ করার পরামর্শ দিয়েছেন সাকিব। পাশাপাশি বাজে আম্পায়ারিংয়ের প্রতিও গুরুত্ব দেয়ার কথা জানান তিনি। 


সাকিবের ভাষায়, ‘একজন ক্রিকেটারের ক্যারিয়ারের অনেক বিষয় থাকে এখানে। ধরেন ভালো একটা প্লেয়ার, সে ভালো বলে আউট হয়ে যেতে পারে। কিন্তু দুটি বা তিনটি ম্যাচে যদি সে বাজে সিদ্ধান্তের কারণে আউট হয়ে যায়- তাহলে তার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যায়। আমাদের পাইপলাইন ঠিক করা খুব জরুরি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট।’ 



সোমবার ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশের ক্রিকেটাররা। মূলত দেশের ঘরোয়া ক্রিকেটকে ঢেলে সাজানোর জন্য ক্রিকেটাররা এই আন্দোলনে নেমেছেন। এই দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন সাকিব-তামিমরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball