সৌম্যর হাফ সেঞ্চুরিতে খুলনার সহজ জয়

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগকে ৭ উইকেটে হারিয়েছে ইমরুল, রাজ্জাকদের খুলনা বিভাগ। রাজশাহীর দেয়া ১২৩ রানের লক্ষ্য খুব সহজেই টপকে গেছে তারা।
আজ জয়ের জন্য আজ ৯ উইকেটে ১০৮ রান প্রয়োজন ছিল খুলনার। দলীয় ৩৭ রানের মাথায় সানজামুল ইসলামের হাতে ইমরুল কায়েসকে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান মোহর শেখ। এরপর সৌম্য সরকার এবং মোহাম্মদ মিঠুনের ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে খুলনা। ৬৬ রানের জুটি গড়ে দলকে শত রানের কোটা পার করান তাঁরা।
১০৩ রানের সময় মিঠুনকে উইকেট রক্ষক শাকির হোসেনের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন সানজামুল। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সৌম্য। জাতীয় দলের এই ওপেনার ৫০ রানে অপরাজিত থাকেন। আর ১১ রান নিয়ে সৌম্যর সঙ্গে মাঠ ছাড়েন মিরাজ।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৬১ রান সংগ্রহ করে ফরহাদ হোসেনের রাজশাহী বিভাগ। সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার জুনায়েদ সিদ্দিকি। খুলনার পক্ষে ৩৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাতীয় দলের অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়াও ২টি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।

এরপর খেলতে নেমে অধিনায়ক নুরুল হাসান সোহান এবং ইমরুল কায়েসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩০৯ রান করে খুলনা। ইমরুল ৯৩ রানে আউট হলেও সোহান অপরাজিত থাকেন ৯৭ রানে। খুলনাকে ৩০৯ রানে অলআউট করার পেছনে মূল ভূমিকা রাখে শফিউল ইসলাম, তাইজুল ইসলাম এবং সানজামুল ইসলাম। শফিউল ৫৫ রানে ৩টি উইকেট শিকার করেন। আর তাইজুল এবং সানজামুল পান ২টি করে উইকেট।
নিজেদের দ্বিতীয় ইনিংসেও তেমন সুবিধা করতে পারেনি রাজশাহী বিভাগ। খুলনার দুই অভিজ্ঞ বোলার আল-আমিন হোসেন এবং আব্দুর রাজ্জাকের বোলিং তান্ডবে মাত্র ১৭০ রানে অলআউট হয় তারা। রাজ্জাক এবং আল-আমিন উভয়ই নেন ৪টি করে উইকেট। আর ২টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন নাজমুল হোসেন শান্ত।
রাজশাহী ১৭০ রানে গুটিয়ে যাওয়ায় খুলনার সামনে লক্ষ্য নির্ধারিত হয় মাত্র ১২৩ রানের। মামুলি এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন এক উইকেটে ১৫ রান নিয়ে খেলা শেষ কে খুলনা। এরপর আজ খেলতে নেমে লাঞ্চের আগেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। রাজশাহীর হয়ে একটি করে উইকেট পান শফিউল ইসলাম, মোহর শেখ এবং সানজামুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোরঃ-
রাজশাহী বিভাগ প্রথম ইনিংসঃ- ২৬১/১০ (৮৫.৩ ওভার) (জুনায়েদ ৫১, ফরহাদ হোসেন ৪৫, ফরহাদ রেজা ৪১; মিরাজ ৪/৩৮)
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩০৯/১০ (১০৮.৩ ওভার) (সোহান ৯৭*, ইমরুল ৯৩, তুষার ৪৩; শফিউল ৩/৫৫)
রাজশাহী বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ১৭০/১০ (৬০ ওভার) (শান্ত ৫৭, মুশফিক ৪৪*; আল আমিন ৪/১৭, রাজ্জাক ৪/৬২)
খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ১২৩/৩ (২২.১ ওভার) (সৌম্য ৫০*,মিঠুন ২৭; শফিউল ১/১৫)