promotional_ad

অস্ট্রেলিয়া শিবিরে দুঃসংবাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে ইনজুরি দুশ্চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়া শিবির। 


দলটির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ সাইড স্ট্রেইনের ইনজুরিতে ভুগছেন। ফলে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট মার্শ কাপে ভিক্টোরিয়ার হয়ে খেলা অনিশ্চিত তাঁর। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও অনুপস্থিত থাকতে পারেন ফিঞ্চ।     



promotional_ad

গত শুক্রবার মেলবোর্নে শেফিল্ড শিল্ডের ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার পর সাইড স্ট্রেইনের চোটে পড়েন ৩২ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর চোটের কারণে দলের সঙ্গে পার্থে উড়ে গেলেও শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হয়নি ফিঞ্চের।  


অবশ্য সাইড স্ট্রেইনের চোটে ভুগলেও দ্রুত মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী ফিঞ্চ। অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ফিঞ্চ বলেন, ‘এটা আসলে সাইড স্ট্রেইনের ইনজুরি। এটা শুরু হয়েছে পিঠে চোট পাওয়ার মাধ্যমে। আশা করি খুব দীর্ঘ সময় এটা ভোগাবে না। হয়তো এক সপ্তাহ সময় লাগবে। আশা করি বুধবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারব, একই সঙ্গে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতেও খেলতে পারব।’ 


অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টি-টোয়েন্টিতে এক হাজার ৬৭১ রান করেছেন অ্যারন ফিঞ্চ। যেখানে ২টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর নামের পাশে। বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত এই ডানহাতি ওয়ানডে খেলেছেন ১১৯টি। ওয়ানডেতে ১৫টি সেঞ্চুরি এবং ২৪টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball