চট্টগ্রামের চেয়ে ২৫২ রানে পিছিয়ে আশরাফুল-সৈকতরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৬ রান করে চট্টগ্রাম বিভাগ। এরপর খেলতে নেমে ৪ উইকেটে ১০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বরিশাল। ৪ রান করে অপরাজিত আছেন মোহাম্মদ আশরাফুল এবং মোসাদ্দেক হোসেন সৈকত। চট্টগ্রামের চেয়ে ২৫২ রানে পিছিয়ে আছে বরিশাল বিভাগ।
৪ উইকেটে ২৬১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল চট্টগ্রাম বিভাগ। এরপর বরিশালের বোলারদের দারুণ বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি মুমিনুল হকের চট্টগ্রাম। ৯৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন বাঁহাতি স্পিনার মনির হোসেন। ২৯ রানে ২ উইকেট নেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও একটি করে উইকেট পান মোহাম্মদ আশরাফুল, নুরুজ্জামান এবং তানভির ইসলাম।
চট্টগ্রামের পক্ষে ব্যাট হাতে দারুণ খেলেছেন মাহিদুল ইসলাম অংকন এবং ইয়াসির আলি। ১৫৮ বলে ৯১ রানের ইনিংস খেলেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান অংকন। ৭০ রান এসেছে ডানহাতি ব্যাটসম্যান ইয়াসিরের ব্যাট থেকে। এছাড়াও ওপেনার ইরফান শুক্কুর ৫৭ এবং মাসুম খান ৫০ রান করেন।

চট্টগ্রাম ৩৫৬ রানে অলআউট হওয়ার পর ব্যাটিং করতে নেমে ২৯ রানে শাহরিয়ার নাফিসের উইকেট হারায় বরিশাল। নোমান চৌধুরীর বলে ইয়াসির আলির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। এরপর রাফসান আল মাহমুদ এবং ফজলে রাব্বির ব্যাটে বিপদ কাটায় বরিশাল।
দলীয় ৯২ রানের সময় অধিনায়ক রাব্বিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাঈম হাসান। ১৪ রান করে রাব্বি বিদায় নেয়ার পর ৯৫ রানের মাথায় বিদায় নিতে হয় কামরুল ইসলাম রাব্বি এবং ফজলে রাব্বিকেও।
মিনহাজুল আবেদিন আফ্রিদির বলে শূন্য রানে ফেরেন কামরুল ইসলাম। নাঈম হাসানের বলে ৪৯ রান করে হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে বিদায় নেন ফজলে রাব্বি। দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলা দলটির হাল ধরেন মোহাম্মদ আশরাফুল এবং মোসাদ্দেক হোসেন। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে আর উইকেট না হারিয়ে দিনের খেলা শেষ করে বরিশাল।
সংক্ষিপ্ত স্কোরঃ-
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংসঃ ১৩৪.৩ ওভারে ৩৫৬ (অলআউট) (অংকন ৯১, ইয়াসির ৭০; মনির ৪/৯৯)
বরিশাল বিভাগ প্রথম ইনিংসঃ ৪৩ ওভারে ১০৪/৪ (আশরাফুল ৪*, সৈকত ৪*; নাঈম ২/২৩)