ইমরুলের ডাবল সেঞ্চুরির ম্যাচ ড্র

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগে খুলনা এবং রংপুর বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচটি ড্র হয়েছে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাট হাতে রংপুরের বোলারদের উপর ছড়ি ঘুরিয়েছেন খুলনার ওপেনার ইমরুল কায়েস।
দুর্দান্ত ব্যাটিং করে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন জাতীয় দলের এই ব্যাটসম্যান। তাঁর অপরাজিত ২০২ রানে ভর করে ৯ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৩৩ রান সংগ্রহ করে রংপুর। নাসির হোসেন ২৩ এবং মাহমুদুল হাসান এক রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে টসে হেরে ব্যাটিং করতে নেমে তানবীর হায়দার এবং সোহরাওয়ার্দী শুভর জোড়া হাফ সেঞ্চুরিতে ২২৭ রান সংগ্রহ করে রংপুর বিভাগ। তানবীর ৬৪ এবং শুভ ৫০ রান করেন। খুলনার হয়ে ৪টি উইকেট শিকার করেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। দুটি করে উইকেট পান রুবেল হোসেন এবং আল-আমিন হোসেন।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে খুলনা। এরপর রবিবার খেলতে নামার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও এক প্রান্ত আগলে রেখে খেলে যান ইমরুল কায়েস। দায়িত্বশীল ব্যাটিং করে দলকে ২২৬ রানের লিড এনে দেন তিনি।
এবারের টুর্নামেন্টে প্রথম ডাবল সেঞ্চুরিও তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩১৯ বলে ১৯টি চার ও ৬টি ছক্কায় ২০২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ইমরুল। এ ছাড়া ৭৬ রানের ইনিংস খেলেন ওপেনার রবিউল ইসলাম রবি। আরেক ওপেনার ইমরান উজ্জামানের ব্যাট থেকে আসে ৭১ রান। রংপুরের পক্ষে ৭৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন সোহরাওয়ার্দী শুভ। রবিউল হক নেন ২টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ ১০১.১ ওভারে ২২৭/১০ (তানবীর ৬৪, সোহরাওয়ার্দী শুভ ৫০, নাঈম ৪৮; রাজ্জাক ৪/৮১)।
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ ১৩৮.৩ ওভারে ৪৫৪/৯ ডিক্লে. (ইমরুল ২০২*, আল-আমিন ১*; সোহরাওয়ার্দী শুভ ৩/৭৪)
রংপুর বিভাগ দ্বিতীয় ইনিংসঃ ৯ ওভারে ৩৩/১ (নাসির ২৩*, মাহমুদুল ১*; আল-আমিন ১/১০)
ম্যাচ সেরাঃ ইমরুল কায়েস