সৌম্য-ইমরুলের ব্যাটে লিডের স্বপ্ন দেখছে খুলনা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের থেকে ৩৫ রানে পিছিয়ে আছে খুলনা বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হয়েছে রংপুর। জবাবে ব্যাটিং করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে খুলনার সংগ্রহ তিন উইকেটে ১৯২ রান। শেষদিনে খুলনার হয়ে ব্যাটিং করতে নামবেন ইমরুল কায়েস (২৯*) এবং সৌম্য সরকার (৮*)।
এ দিন উদ্বোধনী জুটিতে শতরান তুলেছেন খুলনার দুই ওপেনার রবিউল ইসলাম এবং ইমরানুজ্জামান শতরান। ১১টি চারের সাহায্যে ইমরানুজ্জামান করেছেন ৭১ রান। রবিউল থেমেছেন আটটি চারে ৭৬ রান করে।
চারে নামা তুষার ইমরান অবশ্য ব্যর্থ হয়েছেন। মাত্র দুই রান করে মাহমুদুল হাসানের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি।
এর আগে দ্বিতীয় দিন পাঁচ উইকেটে ১৬৯ রান করা রংপুর এ দিন তাইবুর রহমান ও সোহরাওয়ার্দি শুভর ব্যাটে দুইশ অতিক্রম করতে পেয়েছে।

আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান তানবির হায়দার এবং সোহরাওয়ার্দী শুভর দুজনেই তৃতীয় দিন সকালে হাফ সেঞ্চুরির দেখা পান। বরাবর ৫০ করেই ফিরে যান সোহরাওয়ার্দী শুভ।
আগের দিনের ৪০ রানের সঙ্গে আরও ২৪ রান যোগ করে ফেরেন তানবির হায়দার। ব্যক্তিগত ৬৪ রানে থাকার সময় তাঁকে ফেরান আব্দুর রাজ্জাক। এরপর অবশ্য উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি রংপুরের কোনো ব্যাটসম্যান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বল হাতে খুলনার হয়ে এ দিন আলো ছড়িয়েছেন অধিনায়ক আব্দুর রাজ্জাক ও পেসার রুবেল হোসেন। আগের দিনের মতো এ দিনও দুই উইকেট নেন রাজ্জাক। রুবেলও পেয়েছেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ২২৭/১০ (১০০.১ ওভার) (তানবির ৬৪, শুভ ৫০, নাঈম ৪৮; রাজ্জাক ৪/৮১)
খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ১৯২/৩ (৬৭ ওভার) (রবিউল ৭৬, ইমরানুজ্জামান ৭১; তানবির ১/৯)