উইকেট টু উইকেট বোলিং করে সফল সানি

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা মেট্রোপলিসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৮৭ রান খরচায় ৬ উইকেট শিকার করেন তিনি।
আর বাঁহাতি এই স্পিনারের বোলিং ঘূর্ণিতে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২৯০ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। দ্বিতীয় দিন শেষে নিজের বোলিং সাফল্যের রহস্য জানিয়েছেন ৩৩ বছর বয়সী সানি। উইকেট টু উইকেট বোলিং করার কারণেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ধরাশায়ী করতে পেরেছেন বলে জানান তিনি।

সানি বলেন, 'পাঁচ উইকেট পাওয়া সবসময়ই গর্বের ব্যাপার। তাই আমি অবশ্যই খুশি। পরিকল্পনা সবসময় থাকে উইকেট টু উইকেট বোলিং করার। চেষ্টা করেছি উইকেট টু উইকেট বোলিং করার জন্য। হয়তো এটাই সফলতার কারণ।'
যেকোনো ফরম্যাটের ক্রিকেটেই উইকেট টু উইকেট বোলিং করার লক্ষ্য থাকে আরাফাত সানির। চার দিনের ক্রিকেটে এই প্র্যাকটিস ভালোভাবেই করা যায় বলে বিশ্বাস করেন তিনি। আর সেই কারণে লঙ্গার ভার্সনের ক্রিকেটকে পছন্দও করেন জাতীয় দলের হয়ে ১৬টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার।
সানির ভাষ্যমতে, 'আমি সবসময় চেষ্টা করি আমার পরিকল্পনার মধ্যে থাকতে। লঙ্গার ভার্সন হলো সবথেকে ভালো অ্যাকুরেসি ঠিক করার জন্য। আমার পরিকল্পনা থাকে সবসময় ব্যাটসম্যানকে সামনে খেলানো এবং উইকেট টু উইকেট বোলিং করার। চার দিনের ম্যাচ, ৫০ ওভার কিংবা টি-টোয়েন্টিতে একই কাজ করছি আমি। আমার বোলিংয়ের উন্নতির সুযোগ কিন্তু চার দিনের খেলায় বেশি। আমি সবসময় পরিকল্পনা করি যেন উইকেট টু উইকেট বোলিং করতে পারি।'
জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ঢাকা মেট্রোপলিস। শনিবার চট্টগ্রাম বিভাগের চেয়ে ২২৪ রানে পিছিয়ে থেকে খেলতে নামবে মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন দলটি।