promotional_ad

জাতীয় লিগে সানির লক্ষ্য

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সেরা তিন উইকেট শিকারির মধ্যে থাকতে চান ঢাকা মেট্রোপলিসের বাঁহাতি স্পিনার আরাফাত সানি। চট্টগ্রামের বিভাগের বিপক্ষে দুর্দান্ত বোলিং করার পর এমন অভিপ্রায়ই ব্যক্ত করেছেন তিনি। 


ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিন মাত্র ৮৭ রানে ছয় উইকেট শিকার করেন ৩৩ বছর বয়সী সানি। বাঁহাতি এই স্পিনারের বোলিং ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৯০ রানে অলআউট হয় চট্টগ্রাম। 



promotional_ad

ম্যাচের দ্বিতীয় দিন শেষে বল হাতে দ্যুতি ছড়ানো সানি বলেন, 'লক্ষ্য তো অবশ্যই থাকে যে সেশন শেষে যেন আমি সেরা ৩ উইকেট শিকারির মধ্যে থাকতে পারি সবসময়। সেরা উইকেট শিকারি হওয়া তো অবশ্যই গর্বের ব্যাপার। টি-টোয়েন্টি ফরম্যাট হোক, লঙ্গার ভার্সন হোক কিংবা ৫০ ওভারের ম্যাচ হোক, সবসময় একটা পরিকল্পনা থাকে। আমি সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি।' 


চট্টগ্রামের প্রথম ইনিংস শেষে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ঢাকা মেট্রোপলিস। শনিবার ২২৪ রানে পিছিয়ে থেকে খেলতে নামবে মার্শাল আইয়ুবের নেতৃত্বাধীন দলটি। আগামীকাল লিড নেয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামবে ঢাকা বলে জানান আরাফাত সানি।


অভিজ্ঞ এই স্পিনার বলেন, 'অবশ্যই পরিকল্পনা থাকবে যেহেতু কাল তৃতীয় দিন। লিড নেয়ার চেষ্টা তো অবশ্যই করা হবে। এখন বাকিটা দেখা যাক। দলের পরিকল্পনা থাকবে একটা আর আমার নিজের আলাদা একটা পরিকল্পনা আছে। সময়ের উপর নির্ভর করবে। যেহেতু চার দিনের ম্যাচ, কাল তৃতীয় দিন শুরু হবে, দেখা যাক কি হয়। আগে তো লিড নিতে হবে প্রথম ইনিংসে।'



এর আগে ম্যাচটির প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল হক। এরপর বৃষ্টির কারণে মাত্র ৫১ ওভার খেলা হয়। এর মধ্যে ৩ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball