promotional_ad

লোকমানের ব্যাপারে সিদ্ধান্ত বিসিবির বোর্ড সভায়

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কদিন আগে ক্যাসিনো কাণ্ডে আটক হয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।


লোকমান হোসেনকে বিসিবির পরিচালক পদসহ অন্যান্য পদে রাখা হবে কিনা, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিবি। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, আগামী বোর্ড সভায় তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।



promotional_ad

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘এ নিয়ে বোর্ড সভাপতি কিছুদিন আগেই আপনাদের পরিষ্কার করে দিয়েছেন। যদি তিনি (লোকমান) দোষী সাব্যস্ত হন তাহলে বোর্ড থেকে ব্যবস্থা নেওয়া হবে। আমরা অপেক্ষা করছি। আর সিদ্ধান্ত নিতে হলে এটা বোর্ড সভায় আলোচনা করতে হবে। পরবর্তী বোর্ড সভায় আমরা এটা নিয়ে আলাপ করতে পারি।’ 


লোকমান হোসেন যদি দোষী প্রমাণিত হন, তবে তাঁকে বোর্ড পরিচালকের পদ থেকে বহিষ্কার করা হতে পারে। বিসিবির গঠনতন্ত্রের ২৫ (খ) অনুচ্ছেদ অনুযায়ী এর আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন তিনি।


বিসিবির গঠনতন্ত্রে বলা আছে, ‘অভিযুক্ত সংস্থা বা ব্যক্তি আচরণবিধি ভঙ্গের দায়ে পরিচালনা পর্ষদ কর্তৃক এই অপরাধের জন্য আচরণবিধিতে উল্লেখিত শাস্তি পাবেন। তবে এ শাস্তি প্রদানের আগে সংশ্লিষ্ট অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।’



বর্তমানে বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হিসেবে আছেন লোকমান। এ ছাড়া আম্পায়ার্স কমিটির ভাইস চেয়ারম্যানের পদ এই বিসিবি পরিচালকের দখলে।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball