সেঞ্চুরিতে বাংলাদেশ যুবার রেকর্ড

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে আগের মাচে ৯৯ রান করে আউট হয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। রবিবার সেই আক্ষেপ পুষিয়ে নিয়েছেন মাহমুদুল। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১০৩ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
কিউই যুবাদের বিপক্ষে মাহমুদুলের ৯৫ বলের ইনিংসটি সাজানো ছিল ১৬ চার ও একটি ছক্কায়। তাঁর সেঞ্চুরিতে বার্ট সাটক্লিফ ওভালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজ ইতোমধ্যে ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে অনূর্ধ্ব-১৯ দল।

দারুণ এই সেঞ্চুরিতে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন মাহমুদুল। এ নিয়ে যুব দলের হয়ে তিনটি সেঞ্চুরি করলেন ডানহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে যুব ক্রিকেটে এর চেয়ে বেশি সেঞ্চুরি নেই কারো।
যুব দলের হয়ে মাহমুদুলের সমান ৩টি সেঞ্চুরি রয়েছে এনামুল হক বিজয়ের। এ ছাড়া দুটি সেঞ্চুরি রয়েছে মাহমুদুলের সতীর্থ তৌহিদ হৃদয়ের।
আগামী ৯ অক্টোবর বার্ট সাটক্লিফে সিরিজের চতুর্থ ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ যুব দল। এই ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।