ক্রান্তিকাল যাচ্ছে ঘরোয়া ক্রিকেটেরঃ রাজ্জাক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার আব্দুর রাজ্জাক। বাঁহাতি অভিজ্ঞ এই স্পিনার গত পাঁচ বছর ধরে নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেটে। রাজ্জাকের বিশ্বাস আগের চেয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট অনেক প্রতিযোগিতামূলক হয়েছে। তবে ঘরোয়া ক্রিকেট খারাপ সময় পার করছে বলে মনে করেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত এই সদস্যের।
দেশের ঘরোয়া ক্রিকেটের মান আরও বাড়াতে বেশ কিছু নিয়মের পরিবর্তন চান প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের এই সর্বোচ্চ উইকেট শিকারি। দেশের ঘরোয়া ক্রিকেটের ক্রান্তি কাল যাচ্ছে বলে মনে করেন রাজ্জাক। এই সময়টা পার করলেই দেশের ক্রিকেটের সুদিন ফিরবে বলে বিশ্বাস তাঁর।

এ প্রসঙ্গে রাজ্জাক বলেছেন, ‘যেভাবে এগোচ্ছে তা একদম খারাপ না। কিছু জিনিস আমাদের দেশে যেভাবে চালু হয়েছে, সেসব নিয়ম পরিবর্তন করাই লাগবে। পরিবর্তনের এই সময়টা একটু গুরুত্বপূর্ণ। এ জন্য একটু কঠিন সময় যাচ্ছে। কিন্তু সব ঠিক হয়ে যাবে।’
ঘরোয়া ক্রিকেটে খেলা ক্রিকেটারদের এখন সেঞ্চুরি করেই মন ভরে না। তাদের এখন লক্ষ্য থাকে ডাবল সেঞ্চুরি-ত্রিপল সেঞ্চুরির। রাজ্জাক মনে করেন এ কারণেই ঘরোয়া ক্রিকেটের মান বৃদ্ধি পাচ্ছে।
রাজ্জাক বলেন, ‘গত পাঁচ বছরে আমি নিয়মিতই খেলেছি জাতীয় লিগে। আমার কাছে মনে হয় এর আগে যা খেলা হয়েছে, তার থেকে এখন অনেক প্রতিযোগিতামূলক হয়। এখন সবাই যার যার জায়গা থেকে পারফর্ম করতে চায়। বোলাররা পাঁচ-ছয় উইকেট নেয়, ব্যাটসম্যানদের এখন সেঞ্চুরিতেই মন ভরে না।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে প্রশ্ন অনেক আগেই থেকেই। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মতো প্রথম শ্রেণির টুর্নামেন্টে মানসম্পন্ন উইকেটে খেলা হয় না বলে অভিযোগ রয়েছে। রাজ্জাক অবশ্য এই বিষয়ে অভিযোগ না করলেও টুর্নামেন্টগুলোর মান বাড়ানোর তাগিদ দিয়েছেন।