ক্রিকেটে বয়স কারচুপি রোধে ২৪ ঘণ্টার হেল্প লাইন

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের তরুণদের আগ্রহের শীর্ষে এখন ক্রিকেট। বিরাট কোহলি-রোহিত শর্মাদের দেখে অনেক তরুণই ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে অনেকেই বয়স কারচুপির মতো অপরাধে যুক্ত হচ্ছেন। গত কয়েক বছরে ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে বয়স কারচুপির ঘটনা বেড়ে গেছে কয়েক গুণ।
এই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বয়স কারচুপি রোধে তারা এবার চব্বিশ ঘণ্টার হেল্প লাইন চালু করেছে। মঙ্গলবার এই হেল্প লাইন নম্বর দেয়া হয়েছে সকল রাজ্য সংস্থাসহ তাদের ক্রিকেটার এবং সাপোর্টিং স্টাফদের।

এবার থেকে ঘরোয়া মৌসুমে সকল দলের ড্রেসিং রুমে এই নম্বর লাগানো থাকবে। যেন সন্দেহজনক কিছু চোখে পড়লেই সরাসরি বোর্ডের সঙ্গে যোগাযোগ করা যায়। বয়স কারচুপি ছাড়াও অ্যান্টি ডোপিং ও দুর্নীতি বিরোধী যেকোনো সাহায্যের জন্য এই নম্বরে কল করা যাবে।
কদিন আগেই রাহুল দ্রাবিড় ভারতের ক্রিকেটে বয়স কারচুপির কড়া সমালোচনা করেছেন। বয়স কারচুপিকে ভারতের ক্রিকেটের সংস্কৃতির অবক্ষয় হিসেবে তুলে ধরেছেন ভারতের কিংবদন্তি এই ক্রিকেটার।
দ্রাবিড় বলেছেন, ‘বয়স লুকানো একটি বাজে সংস্কৃতির পর্যায়ে পড়ে। অনেক তরুণ প্রতিভাবান খেলোয়াড় এক্ষেত্রে সুযোগ হারায়। তাদের যখন খেলার উপযুক্ত সময়, তখনই তারা সেটা পায় না।’
ভারতের বয়সভিত্তিক ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন দ্রাবিড়। তাঁর তত্ত্বাবধানে ভারতের অনূর্ধ্ব-১৯ দল ২০১৬ সালের বিশ্বকাপের ফাইনালে খেলে এবং ২০১৮ সালের বিশ্বকাপ শিরোপা জয় করে। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে কাজ করার কারণেই এই বিষয়টি ভাবাচ্ছে দাবিড়কে।