promotional_ad

মিরাজের লড়াইয়ের দিনে ব্যর্থ বোলাররা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


জাতীয় দলের হয়ে সময়টা ভালো যাচ্ছে না সৌম্য সরকারের। শ্রীলঙ্কা সফরে 'এ' দলের হয়েও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। আউট হয়েছেন ২৪ রান করে।


দায়িত্বশীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তাঁর ব্যাট থেকে এসেছে ৫৭ রানের ইনিংস। ব্যাট হাতে প্রায় সবাই ভালো পারফরম্যান্স করলেও বল হাতে হতাশায় দিন কেটেছে বাংলাদেশের বোলারদের।



promotional_ad

এদিন ৫৫ ওভার বল করে লঙ্কানদের মাত্র দুটি উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ 'এ' দলের বোলাররা। দ্বিতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২০৪ রান। কামিন্দু মেন্ডিস ৭৯ ও আশান প্রিয়াঞ্জন ৫ রানে অপরাজিত আছেন।


এখনও ১৫৬ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের ইনিংসের শুরুতেই পাথুম নিশানকাকে এলবিডব্লিউ করে বিদায় করেন এবাদত হোসেন। দেড়শ রানের জুটিতে দলকে পথ দেখান সঙ্গিত কুরে ও মেন্ডিস। দিনের শেষ বেলায় এই জুটি ভেঙেছেন মিরাজ।


ব্যক্তিগত ১০৪ রানে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন কুরে। তাঁর ১৫১ বলের ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারে। দিনের বাকি সময় দেখে শুনে কাটিয়ে দেন মেন্ডিস ও প্রিয়াঞ্জন। 



এর আগে মাহিন্দা রাজাপাকাসে স্টেডিয়ামে ৬ উইকেটে ২৭০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই আউট হয়ে ফিরেন সৌম্য। এরপর শুরু হয় মিরাজের লড়াই। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে লড়াইয়ের সংগ্রহ এনে দিয়েছেন তিনি।


নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৫৭ রান। তার ১১৪ বলের ইনিংসটি সাজানো ছিল ৭ চারে। ৪৮ বল খেলে ৮ রানে অপরাজিত থাকেন আবু জায়েদ। এর ফলে ১২০.১ ওভারে বাংলাদেশ 'এ' দল অল আউট হয় ৩৬০ রানে।

 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball