promotional_ad

ক্লাবে ক্যাসিনো, জানতেন না পাপন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মোহামেডান মতো বড় একটি ক্লাবে ক্যাসিনো ব্যবসা চালিয়ে আসছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। 


লোকমানের ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার বিষয়টি একেবারেই জানতেন না বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কয়েকটি রুম ভাড়া দিয়ে ক্যাসিনো হিসেবে চালাতেন লোকমান। এই বিষয়টি যারপরনাই বিস্মিত করেছে পাপনকে।  



promotional_ad

নিজের বাসভবনে পাপন বলেন, 'আমরা আসলে জানতামই না এমন কিছু হচ্ছে। যে পদক্ষেপ নেয়া হয়েছে আমি মনে করি এটার পূর্ণ সমর্থন দেশবাসীর দেয়া উচিত। খালি আমার একার জন্য নয়, পুরো দেশবাসীর মাননীয় প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন করা উচিত।'


একই সঙ্গে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার ব্যাপারটি প্রমাণিত হলে লোকমানের শাস্তিও দাবি করেন পাপন। তাঁর ভাষায়, 'যা অভিযোগ এসেছে, যদি সেটা হয় প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হবে। আমাকে লোকমান কোনোদিন বলেনি যে ক্লাবে একটি ক্যাসিনো আছে। এটা কিন্তু আশ্চর্যের ব্যাপার। সে কিন্তু আমার বন্ধু। আমি নিজেও জানতাম না, আমাকে কখনো বলেইনি। এখন দেখা যাক, সব বের হয়ে আসবে।'


বোর্ড পরিচালকের ক্যাসিনো কান্ডের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে অবশ্য বিব্রত হচ্ছেন না পাপন। সুষ্ঠু তদন্তের জন্য অপেক্ষা করাকেই শ্রেয় হিসেবে দেখছেন তিনি। বোর্ড প্রধান বলেন, 'আমি বিব্রত নই, তবে এখনই মন্তব্য করতে রাজি না। আগে জানি কি হয়েছে। আরও নাম আসতে পারে কারা কারা জড়িত। এখনই মন্তব্য করার সময় হয়নি। এটা খুবই আগে হয়ে যায় বলে আমি মনে করি।'   



গত বুধবার গভীর রাতে বিসিবির পরিচালক লোকমান হোসেন ভুঁইয়াকে রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসা থেকে গ্রেফতার করে র‍্যাব। একই সঙ্গে তার বাসা থেকে বেশ কয়েক বোতল অনুমোদনহীন বিদেশি মদও উদ্ধার করে তারা। ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও পাওয়া যায় তার বিরুদ্ধে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball