এই লোকমানকে চিনতেন না পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে র্যাব। লোকমানের ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার বিষয়টি একেবারেই অজ্ঞাত ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে।
বিসিবি প্রধানের বেশ কাছের বন্ধুই ছিলেন লোকমান। কিন্তু এই লোকমানই যে এধরণের ন্যাক্কারজনক ঘটনায় জড়িত সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি পাপন। আর সেই কারণে বিষয়টি যথেষ্ট অবাক করেছে তাঁকে।

পাপন বলেন, 'আমি যে লোকমানকে চিনি সে জীবনেও মদ খায়নি। সে জীবনে কোনো দিন জুয়া খেলেনি। এটা যেমন সত্যি আবার এটাও সত্যি যে সে ক্যাসিনো ভাড়া দিয়েছে। এখানে অস্বীকার করার তো কোনো পথ নেই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে। আমরা তাকে যেভাবে চিনি এবং জানি সেটাই বললাম। এখন প্রমাণিত হওয়ার আগে তো আমরা কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটি কি। এখন তো অনেক কথা শোনা যাচ্ছে।'
ছোটবেলা থেকেই বিভিন্ন ক্লাবে খেলেছেন পাপন। সেসকল ক্লাবে ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্রিকেট, ফুটবলের পাশাপাশি তাসও খেলতেন অনেকে। কিন্তু এই তাস খেলা যে ক্লাবগুলোতেও চলে আসবে সেটি ঘুণাক্ষরেও ভাবেননি তিনি।
এই প্রসঙ্গে পাপন সাংবাদিকদের বলেন, 'ক্লাবে তাস খেলা হয় এটি আমি ছোটবেলা থেকেই দেখছি। আমি অনেক ক্লাবে খেলেছি। কোনো ক্লাবে ক্রিকেট খেলেছি, কোথাও ফুটবল খেলেছি, কোনো ক্লাবে ব্যাডমিন্টন খেলেছি, টেবিল টেনিস খেলেছি, ক্যারাম খেলেছি। আমি দেখেছি বিকেল বেলা খেলা হতো, সন্ধ্যার পর একটি ঘর থাকতো, সেখানে সি???িয়ররা খেলতো। আমরা যারা ছিলাম সেখানে আমাদের কোনো অনুমতি ছিলো না যাওয়ার। আমরা যেতাম না। সেখানে সিনিয়র মানুষরা তাস খেলতো।'
গত বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে লোকমান হোসেন ভুঁইয়াকে রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তার বাসা থেকে বেশ কয়েক বোতল অনুমোদনহীন বিদেশি মদও উদ্ধার করে তারা। জানা যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের কয়েকটি রুম ভাড়া দিয়ে ক্যাসিনো হিসেবে চালাতেন তিনি।