promotional_ad

অধিনায়কত্ব সবসময় উপভোগ করি নাঃ সাকিব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অধিনায়কত্ব করাকেই জীবনের সবকিছু মনে করছেন না বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। উপভোগের মন্ত্র হিসেবে অধিনায়কত্বকে বিবেচিত করারও পক্ষপাতী নন তিনি। 


সেই কারণেই সবকিছু সহজভাবে দেখতে চান বিশ্বসেরা এই অলরাউন্ডার। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান সাকিব। অধিনায়ক হিসেবে প্রতিনিয়তই প্রত্যাশার চাপ মোকাবেলা করতে হয় সাকিবকে। এই চাপ কখনো কখনো বাঁধারও কারণ হয়ে দাঁড়ায় বলে মনে করেন তিনি।



promotional_ad

সাকিব বলেন, 'সত্যি বলতে অধিনায়কত্ব সব সময় উপভোগ করি না, আবার যে একদমই করি না তা না। আমার কাছে কখনোই মনে হয় না জীবনের সবকিছু এটাই। এ কারণ অনেক সময় সহজ লাগে, আবার একই কারণে অনেক সময় কঠিন লাগে। প্রত্যাশার চাপ বেড়ে গেলে বিষয়গুলো কঠিন হয়ে যাওয়াটা স্বাভাবিক।'


অধিনায়ক হিসেবে একই সঙ্গে একাধিক কাজ করতে হয় সাকিবকে। দলকে উজ্জীবিত করার পাশাপাশি আরো অনেক চ্যালেঞ্জও সামলাতে হয় তাঁকে। আর সেই কারণেই অধিনায়কত্ব করার বিষয়টিকে কঠিন এবং চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন সাকিব।


তাঁর ভাষ্যমতে, 'আমার ক্ষেত্রে যেটা হয় ব্যাটিং করতে হবে সবথেকে ভালো, বোলিং-ফিল্ডিংও সবথেকে ভালো। সবাইকে ওঠাতে হবে, উজ্জীবিত করতে হবে, সঙ্গে দলকে ভালো চালাতে হবে। পাঁচ-ছয়টা কাজ চলে আসে। যখন এই চ্যালেঞ্জগুলো চলে আসে তখন মনে হয় যে উৎরায় যেতে পেরেছি। আবার চ্যালেঞ্জগুলো না আসলে বিষয়গুলো কঠিন হয়ে দাঁড়ায়।'



২০০৯ সালে প্রথমবারের মতো টেস্টে অধিনায়কত্ব পান সাকিব। সেবার তাঁর ডেপুটি হিসেবে ছিলেন ওপেনার তামিম ইকবাল। এরপর ২০১৭ সালে টেস্ট এবং টি-টোয়েন্টি উভয় দলেরই অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় তাঁকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball