promotional_ad

যুদ্ধ চালিয়ে যেতে হবেঃ রুবেল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


চলতি বছর ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে নিজের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল। সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য লড়াই করে যাচ্ছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। 


পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে অবশ্য আরও কয়েকটি কেমোথেরাপি নিতে হবে রুবেলকে। তবে জীবন যুদ্ধে জয়ী হতে বদ্ধপরিকর তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের দৃঢ় প্রত্যয়ের কথা জানান জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা এই অলরাউন্ডার। 


promotional_ad

বৃহস্পতিবার মিরপুরে রুবেল বলেন, ‘আমি এখন থেকে অনুশীলন করছি। আগেও অনুশীলন করেছি। যুদ্ধ তো করতেই হবে। জীবনের সঙ্গে যুদ্ধের পাশাপাশি মাঠের সঙ্গেও যুদ্ধ করতে হবে। আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু ফাইট করা যায় কিংবা টিকে থাকা যায়। দোয়া করবেন আমার জন্য।'  


কেমোথেরাপি চলাকালীন অবশ্য খেলা চালিয়ে যেতে রুবেলের বাধা নেই বলে জানিয়েছেন তাঁর ডাক্তার। তাই দ্রুতই মাঠে ফিরতে উন্মুখ ঘরোয়া ক্রিকেটের নিয়মিত এই পারফরমার, ‘আমার কেমোথেরাপি চলছে এখনও। তবে ডাক্তার বলেছে এর মধ্যে আমি খেলতে পারবো। যে কয়দিন কেমোথেরাপি চলে, ওই কয়দিন বাদ দিয়ে এক সপ্তাহ পর থেকে খেলতে পারব। এরপর পরবর্তী মাসে কেমোথেরাপি শেষে এর মধ্যে ম্যাচ খেলতে পারব।’  


চলতি বছরের মার্চে ব্রেন টিউমারে আক্রান্তের বিষয়টি জানতে পারেন মোশাররফ রুবেল। সেই সময় তাঁর পাশে দাঁড়ান জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরপর থেকে সিঙ্গাপুরে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball