promotional_ad

ক্রিকেটার চিনতে ভুল করছেন নির্বাচকরাঃ ফারুক

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কোন ক্রিকেটারকে কোন ফরম্যাটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করানো যায়, তা বুঝতে ভুল করছেন জাতীয় দলের নির্বাচকরা। এমনটা মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।


জাতীয় দলের আঙিনায় শেষ দেড় বছরে দেখা যাচ্ছে ওপেনার নাজমুল হোসেন শান্তকে। কিন্তু এখনও কোনও ফরম্যাটেই থিতু হতে পারেননি তিনি। এবার ত্রিদেশীয় সিরিজে টি-টোয়েন্টি অভিষেক হলো তাঁর।


শান্ত'র উদাহরণ টেনে ফারুক বলেন, 'কোন ক্রিকেটারকে কোন ফরম্যাট দিয়ে শুরু করব সেটাও আমরা বুঝতে পারছি না। যেমন নাজমুল হোসেন শান্ত। ছেলেটা প্রতিভাবান। কিন্তু কোন ফরম্যাট দিয়ে শুরু করে ওকে মানিয়ে নিয়ে আরেক ফরম্যাটে আনা হবে, সেটাই আমরা করতে পারছি না।



promotional_ad

আমরা দেখেছি শান্ত খুব কঠিন একটা জায়গায় খেলার সুযোগ পেল, ভালো করল না। সেটা নিউজিল্যান্ডে, টেস্ট ক্রিকেটে। সে বাদ হয়ে গিয়েছে ৫০ ওভারের ম্যাচ থেকেও। এখন আবার দেখি টি-টোয়েন্টি দলে। এটা কিন্তু তরুণ একটা খেলোয়াড়ের কাছ থেকে অনেক বেশি চাওয়া হয়ে যায়।'


দেশের ক্রিকেটে ভিন্ন উদাহরণও আছে। টেস্ট ওপেনার সাদমান ইসলামকে শুধুমাত্র সাদা পোশাকের ক্রিকেটের জন্যই গড়ে তুলছে বিসিবি। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন দুই দফায় নির্বাচকের দায়িত্ব পালন করা ফারুক। একইসঙ্গে তরুণ ক্রিকেটারদের অভিষেক করানোর কিছু টোটকাও জানান তিনি। 


ফারুকের ভাষায়, 'সাদমানকে দেখেন, সে কিন্তু লম্বা ফরম্যাটের খেলোয়াড়। তো সে কিন্তু সেটাই খেলছে। এটা শুধু সাদমান নয়, বাকিদের জন্যেও দরকার। এখন একটা ছেলেকে অভিষেক করাতে কয়েকটা জিনিস মাথায় রাখলে ভালো, যাতে করে সে মানিয়ে নিতে পারে।


যেমন মানানসই ফরম্যাট, হোম কন্ডিশন বা দুর্বল প্রতিপক্ষ এগুলো। এখন যেটা হচ্ছে, হয়তো কারো মধ্যে মেধা আছে তাকে গতানুগতিকভাবে সুযোগ দেয়া হল। তাকে হয়ত অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে সুযোগ দেয়া হল যেখানে সে ভালো করতে পারল না।'



তরুণ ক্রিকেটারদের পছন্দ মতো ফরম্যাটে অভিষেক করাতে পারলে দেশের ক্রিকেটের উন্নতি সম্ভব বলে মনে করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এক্ষেত্রে আফগানিস্তানের উদাহরণ টানলেন তিনি,


'আমি বিশ্বাস করি, ফরম্যাটের ভিত্তিতে ক্রিকেটার উঠিয়ে আনতে হবে। আপনি যদি দেখেন আফগানিস্তান, দুই-তিন বছরে ওরা যা উন্নতি করেছে তা অসাধারণ। তাদের ১৩ জন টি-টোয়েন্টি ক্রিকেটার এসেছে। টেস্ট আর টি-টোয়েন্টি দলে মাত্র তিনজন একই প্লেয়ার- রশিদ, নবি আর আসগর।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball