promotional_ad

ব্যাটিং কোচের আইডল সাকিব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের সামনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি। বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স থেকে তরুণদের শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান।


ইংল্যান্ড বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান সংগ্রহ করেন তিনি। এই রান তোলার পথে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার করেছেন ২টি সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরি। এ ছাড়া বল হাতে ১১ উইকেট শিকার করেন সাকিব।   



promotional_ad

সাকিবকে উদাহরণ হিসেবে টেনে ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। আপনি সবসময় স্কোর করতে পারবেন না। সাকিবকে দেখুন। সে বিশ্বকাপে অসাধারণ ছিল।’


বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়দের নিয়ে যথেষ্ট আশাবাদী প্রোটিয়া এই কোচ। তাদের ওপর আস্থা রেখে ম্যাকেঞ্জি বলেন, ‘কয়েকজন খেলোয়াড় আছে যারা আসলেই অনেক ভালো খেলছে গত ছয় মাস ধরে। দুই-এক ম্যাচে তারা রান নাও করতে পারে। আন্তর্জাতিক ক্রিকেট কঠিন এবং বিশ্বের অনেক সেরা খেলোয়াড়ই এখানে ব্যর্থ হয়েছে।’


ম্যাকেঞ্জি আরও বলেন, ‘আমাদের প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি বিশ্বাস রাখতে হবে। আমি ‘এ’ দলকে দেখেছি যারা শ্রীলঙ্কায় যাচ্ছে এবং অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এখানে। বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং আমাদের ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে বিশ্বাস রাখতে হবে ওদের ওপর।’ 



বিশ্বকাপে ভরাডুবির পর থেকে হারের বৃত্তে আবদ্ধ ছিল বাংলাদেশ। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৩ উইকেটের জয় দিয়ে জয়ে ফিরেছে তারা। স্বস্তি ফেরানো এই জয়টি এসেছে দুই তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব এবং মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball