promotional_ad

জাতীয় দলের ক্রিকেটারদেরও বেসিকে সমস্যা?

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপ এবং শ্রীলঙ্কা সফরে দলীয় পারফর্মেন্সের দিক থেকে প্রত্যাশার চেয়ে অনেক পিছিয়ে ছিল বাংলাদেশ। ব্যাটিং-বোলিং তো বটেই, ফিল্ডিংয়েও নাজুক অবস্থা ছিল বাংলাদেশের। 


জাতীয় দলে দীর্ঘদিন ধরে খেলা ক্রিকেটারদের বাজে ফিল্ডিং ভুগিয়েছে গোটা দলকেই। ফিল্ডিং নিয়ে তাই এরই মধ্যে কাজ শুরু করেছেন জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুক। তবে ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে গিয়ে তাদের মাঝে বেসিকে সমস্যা খুঁজে পেয়েছেন তিনি। 



promotional_ad

জাতীয় দল নয়, বরং বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ক্রিকেটারদের বেসিক শিখতে হবে বলে মনে করেন এই প্রোটিয়া কোচ। রায়ান কুক বলেন, ‘প্রত্যেকেই এখন যেখানে আছে সেখান থেকে নিজের উন্নতি করতে পারে। অনূর্ধ্ব-১৫ লেভেল থেকেই যদি বেসিক শিখে আসতে পারে, তাহলেই সম্ভব এটা। বয়সভিত্তিক দলের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে।’  


অবশ্য ব্যতিক্রমও আছে। এবাদত হোসেন, রুবেল হোসেনদের মতো ক্রিকেটাররা বয়সভিত্তিক ক্রিকেট না খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তাই তাদের আদ্যোপান্ত পুরোপুরি জানা সম্ভব নয় বলে মনে করেন কুক। তাঁর ভাষ্যমতে, ‘কখনো কখনো এবাদতের মতো কিছু খেলোয়াড় আছে যারা বয়সভিত্তিক ক্রিকেট থেকে আসেনি। তাই কে কোন জায়গা থেকে আসছে সেটি সবসময় জানা সম্ভব হয় না।’  


এর আগে ফিল্ডিং নিয়ে কুকের কাছে জবাবদিহি চেয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেছিলেন, ‘ফিল্ডিং কোচকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পারফর্মেন্স এমন হলো কেন। সে অনেক জিনিস দেখিয়েছে, অনেক কথা বলেছে, একটা জিনিস আমাদের মনে লেগেছে। সে বলেছে দেখো জাতীয় দলে যখন আসে তখন আমি ফিল্ডিংটাকে উন্নত করাতে পারি। কিন্তু বেসিক তো শেখাতে পারবো না। ওরা তো বেসিকই জানে না।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball