দুর্ঘটনার আতঙ্ক এখনো কাটেনি রানার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বড় ধরণের দুর্ঘটনা থেকে বেঁচে গেলেও এখনো আতঙ্ক কাটেনি হাই পারফর্মেন্স দলের বাঁহাতি পেসার মেহেদি হাসান রানার। দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হলেও সেটা গুরুতর নয় বলে নিশ্চিত করেছেন তিনি। চিকিৎসা নিয়ে বুধবার রাতে মিরপুরে বিসিবি একাডেমিতে ফিরে বৃহস্পতিবার কথা বলেছেন ক্রিকফ্রেঞ্জির সঙ্গে।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নেয়ার পর দুই দলে ভাগ হয়ে ঢাকায় ফিরছিল এইচপি দলের ক্রিকেটাররা। সে সময়েই দুর্ঘটনার শিকার হয় স্ট্যান্ডবাই ৭ ক্রিকেটারকে নিয়ে ফিরতে থাকা গাড়িটি।

এতে আহত হন তিন ক্রিকেটার। তাদেরই একজন বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা। তিনি বলেন, 'দুর্ঘটনাটা বেশ ভয়ঙ্করই ছিল, এখনও আতঙ্ক কাটেনি। তবে আল্লাহ'র রহমতে বেঁচে গিয়েছি। একটা বাসের সঙ্গে আরেকটা বাসের সংঘর্ষ হয়েছিল।
এমরা যারা স্ট্যান্ড বাই ছিলাম ওদের জন্য আলাদা গাড়ি দেয়া হয়েছিল। আমরা ৭জন আসছিলাম। সবাই এখন সুস্থ আছে। আমার বুকে ব্যাথা লেগেছিল, চিকিৎসা নিয়েছি। জাকির হাসানের মাথায় আঘাত লেগেছিল, সেও এখন অনেকখানি সুস্থ আছে।'
মাথায় হালকা আঘাত পেয়েছেন জাকির, রানা আঘাত পেয়েছেন বুকে এবং মানিক খান চোট পেয়েছেন পায়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সাভারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তাঁদের।
এরপর রাতে মিরপুরে বিসিবি একাডেমি ভবনে ফেরেন এই তিন ক্রিকেটার। বৃহস্পতিবার সকালে সব পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁদের শঙ্কামুক্ত ঘোষণা করেছেন।
তাঁদের নিয়ে কোনো ভয় নেই বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'এই তিন ক্রিকেটারকে নিয়ে ভয় নেই। তারা এই মুহূর্তে শঙ্কামুক্ত।'