promotional_ad

শান্ত-রাব্বির ফিফটিতে সিরিজে সমতা আনল এইচপি দল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিকেএসপিতে শ্রীলঙ্কা ইমার্জিং দলকে ২ উইকেটে  হারিয়েছে বাংলাদেশের হাই পারফর্মেন্স দল। নাজমুল হোসেন শান্ত এবং ইয়াসির আলি চৌধুরীর ফিফটিতে ৩ বল বাকি থাকতে জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা আনল এইচপি দল।


জয়ের জন্য এইচপি দলকে এদিন ২৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় শ্রীলঙ্কা ইমার্জিং দল। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাইম শেখের উইকেট হারিয়ে বসে শান্তবাহিনী। দলীয় ১২ রানে রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন তিনি।


এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান যোগ করেন নাজমুল হোসেন শান্ত এবং ওপেনার সাইফ হাসান। ২৭ রান করে সাইফ বিদায় নিলেও শান্ত এবং ইয়াসির আলি চৌধুরী রাব্বি মিলে হাল ধরেন।



promotional_ad

দুজনই তুলে নেন ফিফটি। এই দুজনের ব্যাটে ভর করেই দলীয় ১৫০ পার করে এইচপি দল। কিন্তু দলীয় ১৮৪ রানে থাকা অবস্থায় ৭৭ রান করা শান্তকে বিদায় করেন শিরান ফার্নান্ডো। 


শান্ত ৮৮ বলে ৯ চার ও ১ ছয়ে ৭৭ রান করে থামলে ভাঙে ১২০ রানের জুটি। চতুর্থ উইকেটে আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে ৪৩ রানের কার্যকরী জুটি গড়েন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। ৯৩ বলে ৩ চার ও ৫ ছয়ে ৮৫ রান করে সাজঘরে ফেরেন রাব্বি।


তাঁর বিদায়ের পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে এইচপি দল। দলীয় ২২৭ রানে ৪ উইকেট থাকলেও ২৬১ রানের মাথায় ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কা জাগে এইচপি শিবিরে। শেষ ৬ বলে ছয় জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। 


ক্রিজে থাকা ব্যাটসম্যান ইয়াসিন আরাফাত মিশু টানা দুই ছক্কা হাকিয়ে জয় নিশ্চিত করেন। ৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন তিনি। ৩ বল ও ২ উইকেট হাতে রেখে জয় পায় স্বাগতিকরা।



এর আগে বিকেএসপি ৩ নম্বর গ্রাউন্ডে ১ম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান ইমার্জিং দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ব্যাটিং করতে নেমে ৪৯.৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান স্কোরবোর্ডে জমা করে শ্রীলঙ্কা ইমার্জিং দল। 


সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন কামিন্ডু মেন্ডিস। বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শফিকুল ইসলাম। ২ উইকেট নেন নাইম হাসান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball