promotional_ad

সাইফ-আফিফদের প্রতিদ্বন্দ্বী ভাবছেন না মাহমুদউল্লাহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে আসছেন আফিফ হোসেন ধ্রুব, সাইফ হাসানদের মতো তরুণরা। গত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৮১৪ রান সংগ্রহ করেন ২০ বছর বয়সী সাইফ। ছিলেন টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহকও। 


সাইফের পাশাপাশি ব্যাট হাতে ফর্মে আছেন ১৯ বছর বয়সী তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবও। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে নিজেকে আবারো প্রমাণ করেন তিনি।



promotional_ad

জাতীয় দলের হয়ে খেলা এখন আফিফ এবং সাইফদের জন্য সময়ের ব্যাপার বলেই ধারণা অনেকের। এই তা???িকায় আছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহও। সাইফ-আফিফদের নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন না মাহমুদউল্লাহ। বরং নতুন এবং প্রতিভাবান ক্রিকেটার উঠে আসার বিষয়টিকে স্বাগত জানানোর পক্ষে তিনি। 


মাহমুদউল্লাহ বলেন, ‘আমি খুব ইতিবাচকভাবে নিচ্ছি বিষয়টি (চ্যালেঞ্জ)। কারণ আপনি যাদের নাম বললেন সাইফ, আফিফ ওরা কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে অনেক ভালো করছে। তারা সকলেই অনেক প্রতিভাবান খেলোয়াড়। আমি সবসময় স্বাস্থ্যকর প্রতিযোগিতাকে স্বাগত জানাই।’  


বাংলাদেশ ক্রিকেট দলে স্বাস্থ্যকর প্রতিযোগিতার বিকল্পও দেখছেন না মাহমুদউল্লাহ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের মতে সুষ্ঠু প্রতিযোগিতাই হতে পারে খেলোয়াড়দের উন্নতির সিঁড়ি। দলের মধ্যে এই প্রতিযোগিতা সব সময় উপভোগ করেন তিনি। 



মাহমুদউল্লাহর ভাষায়, ‘স্বাস্থ্যকর প্রতিযোগিতা না থাকলে ক্রিকেটে কখনো উন্নতি হবে না আর আমাদেরও উন্নতি হবে না। তাই আমি প্রতিযোগিতা সব সময় উপভোগ করি আর এটা আমাদের সবার জন্যই ভালো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball