দলের মানুষ হতে চান মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ আসলে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন মাহমুদউল্লাহ রিয়াদ। ডানহাতি এই ব্যাটসম্যান সবসময়ই চান দলের মানুষ হিসেবে থাকতে।
দলের স্বার্থে নিজের সর্বোচ্চটা দেয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামেন তিনি। তাই নিজের ব্যাটিং পজিশন নিয়ে বাড়তি চিন্তা করতে নারাজ অভিজ্ঞ এই ক্রিকেটার। টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা থাকে তার।

ইংল্যান্ড বিশ্বকাপে ছয় নম্বর পজিশনে ব্যাটিং করলেও শ্রীলঙ্কা সিরিজে দলের প্রয়োজনে পাঁচ নম্বরে ব্যাট করতে হয়েছে রিয়াদকে। তাঁর বিশ্বাস দলের সব ক্রিকেটারের মাঝেই মানিয়ে নেয়ার এই মানসিকতা রয়েছে।
রিয়াদ বলেন, 'বিগত কয়েক বছর ধরে আমি যে অর্ডারে ব্যাটিং করছি সবসময় চেষ্টা করি দলের জন্য যতটা প্রয়োজন তততা এফোর্ট আমি দিতে পারি। দিন শেষে এটি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এবং আমাকে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে।
আমি দলের জন্য সবসময় খেলার চেষ্টা করি। আই ওয়ান্ট টু বি অ্যা টিম ম্যান র্যাদার দ্যান ইন্ডিভিজুয়াল পারসন। আমি সবসময় এটি বিশ্বাস করি এবং আমার মনে হয় দলের প্রত্যেকটি ছেলেই এমন মন মানসিকতা নিয়ে খেলে।
সবাই ওভাবেই চেষ্টা করছে। আমি এটি নিয়ে খুব বেশি চিন্তিত না। তবে অবশ্যই উপরে ব্যাটিং করতে সবারই ভালো লাগে। সুযোগ যদি আসে আমি সেটি কাজে লাগাবো ইনশাল্লাহ।'