বিশ্বকাপের লক্ষ্য জানালেন জাহানারা

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৪, ২০১৬ এবং ২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ নারী দল। তবে টানা তিন বিশ্বকাপেই ব্যর্থ ছিল তারা। তাই আসন্ন ২০২০ বিশ্বকাপে ভালো কিছু করার জন্য দৃঢ় প্রত্যয়ী বাংলাদেশের মেয়েরা।
তিন বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতেছে সালমা খাতুনের দল। তবে এবার যে কোনো মূল্যে বিশ্বকাপের মূল পর্বে দুটি ম্যাচ জিততে চায় বাংলাদেশ, জানিয়েছেন পেসার জাহানারা আলম।

শুক্রবার (৯ আগস্ট) মিরপুরে জাহানারা বলেছেন, 'আসলে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের ম্যাচ জিততেই হবে। লক্ষ্য অবশ্যই বিশ্বকাপ বাছাইপর্ব। ওখান থেকে ভালো করে আমাদের কোয়ালিফাই করে বিশ্বকাপ খেলতে হবে এবং সেখানে অবশ্যই কমপক্ষে দুটি ম্যাচ জেতার লক্ষ্য থাকবে আমাদের।'
বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাছাইপর্ব পার করতে হবে জাহানারাদের। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। বাছাইপর্বের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুস্থিত হতে যাওয়া মূল বিশ্বকাপে অংশ নেবে।
গ্রুপ পর্বে পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র এবং স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এরপর সেমিফাইনাল এবং ফাইনালে পথ পার করে জায়গা করে নিতে হবে বিশ্বকাপের মূল পর্বে।