গেইলকে ছাড়ালেন রোহিত

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি এতোদিন দখলে ছিল ক্যারিবীয় তারকা ক্রিস গেইলের। সোমবার রেকর্ডটি নিজের করে নিয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা।
ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫১ বলে ৬৭ রানের ইনিংস খেলেছেন রোহিত। তাঁর ইনিসটি সাজানো ছিল ৬টি চার এবং ৩টি ছক্কায়। মিড উইকেট দিয়ে সুনীল নারিনকে মারা দ্বিতীয় ছক্কা দিয়েই গেইকে ছাড়িয়ে যান রোহিত।

৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রোহিতের নামের পাশে এখন ১০৭টি ছক্কা। সর্বাধিক ছক্কার রেকর্ডধারীদের তালিকায় দুই নম্বরে আছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। মাত্র ৫৮ ম্যাচেই গেইল ছক্কা মেরেছেন ১০৫টি।
এই তালিকায় ১০৩ ছয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই তারকা মার্টিন গাপটিল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আর কোনো ব্যাটসম্যান ছক্কার সেঞ্চুরি হাঁকাতে পারননি এখনও।
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকও রোহিত। সীমিত ওভারের ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটিও এই ভারতীয় ওপেনারের। তাঁর দখলে রয়েছে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি।