promotional_ad

সাকিবের বিশ্রাম নীতিতে কী ভাবছে বিসিবি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগে খেলোয়াড়দের বিশ্রাম নীতি নিয়ে কথা বলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের ক্রিকেটারদেরকে ফিট রাখতে বিশ্রাম দেয়ার পরামর্শ দেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।


সাকিবের পরামর্শ অবশ্য এখনও সেভাবে ভেবে দেখেনি বিসিবি। এই নীতি বাস্তবায়নের ব্যাপারেও কোনো আলোচনা করেনি তারা। তবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অনেকটা একমত সাকিবের কথায়। 



promotional_ad

টানা খেলার মধ্যে থাকলে কিংবা উপভোগ না করলে বিশ্রাম দেয়া উচিত খেলোয়াড়দের বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। নান্নু বলেন,  'খেলা যদি পর পর হয় তাহলে অবশ্যই বিশ্রাম দিয়ে খেলালে ভালো। কোনো খেলোয়াড়ের ক্লান্তি চলে এলে বা উপভোগ না করলে তখন নিজে থেকেই বিশ্রাম নিতে পারে।'


সাকিবের পরামর্শের ব্যাপারে অবশ্য এখনও তেমন কিছু চিন্তা করেনি বিসিবি। এই প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, 'বিশ্রাম প্রক্রিয়ার কথা সাকিব বলেছে। এই ব্যাপারে আমরা কোনো কিছু চিন্তা করিনি। 'এ' দলের খেলা থাকে। পাইপলাইন ঠিক রাখতে 'এ' দলের খেলাই যথেষ্ট। তবে খেলোয়াড়রা খেলতে না চাইলে সেটি ভিন্ন কথা।' 


নিজেকে ফিট রাখতে শ্রীলঙ্কা সফর থেকে বিশ্রাম নিয়েছিলেন সাকিব। তাঁর বিশ্বাস একই নীতি অবলম্বন করা উচিত বাকিদের ক্ষেত্রেও। কারণ টানা খেলার মধ্যে থাকলে অনেক ক্রিকেটাররই চোটের কবলে পড়েন। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের সময় তাদের অনুপস্থিতি যথেষ্ট ভোগায় দলকে।  



ভারতীয় ক্রিকেট দলের উদাহরণ টেনে সাকিবের উক্তি ছিল,  'গত বছর ওদের (ভারতের) ইতিহাসে কম চোটে পড়েছে খেলোয়াড়েরা। এর একটা বড় কারণ ওরা ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছে। এটাতে যেটা হয়েছে, ওদের অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। অনেকে খেলোয়াড় পরিচিতি পেয়েছে। ওদের খেলোয়াড়দের যখন যে এসেছে তখন সজীব থেকে খেলতে পেরেছে এবং ভালো করতে পেরেছে।’ 


এদিকে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর মতে ক্রিকেটারদের বিশ্রাম দেয়া সম্ভব কেবলমাত্র বিকল্প ক্রিকেটার থাকলেই। তাঁর ভাষায়, ‘ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো দলকে নিশ্চয়ই বিশ্রাম দেয় না। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের ব্যাপারেই তারা এ সিদ্ধান্ত নিয়ে থাকে, এক সঙ্গে অনেক খেলোয়াড় নয়। যে ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে তাদের যথার্থ বিকল্পও থাকতে হবে। একজনকে বিশ্রাম দিলেন, তার জায়গায় যে খেলবে সে নির্দিষ্ট প্রতিপক্ষের সঙ্গে কতটা কার্যকর সেটাও দেখার বিষয় আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball