promotional_ad

মাশরাফিদের ছুটির বিষয়ে জানতেন না পাপন

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে মাশরাফিদের পাঁচ দিনের ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। মূলত দলকে সতেজ রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধান কোচ স্টিভ রোডস। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয়ে কিছুই জানতেন না। যে কারণে অবাক হয়েছিলেন বলে জানিয়েছেন পাপন।


আফগানিস্তানের বিপক্ষে ২৪ জুনের ম্যাচে ৬২ রানের জয় পায় বাংলাদেশ। এরপর ভারতের মুখোমুখি হওয়ার আগে ৮ দিনের লম্বা একটি বিরতি ছিল। ক্রিকেটারদের সতেজ রাখতে পাঁচ দিনের ছুটি দেয়া হয়। 



promotional_ad

এ বিষয়ে পাপন বলেছেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, আজকে সবার সামনেই বলে রাখি। আমি জানিই না ছুটির ব্যাপারে। এর আগে এমন হয়নি, আমি জানিই না যে দল ছুটিতে। এখানে সবারই সীমাবদ্ধতা আছে। কাউকে এককভাবে দোষ দেয়া যাবে না। এটি একেবারেই আমার অজানা ছিল।’


খেলোয়াড়দের বিশ্রাম দেয়ার ব্যাপারে অবশ্য নিষেধ করছেন না পাপন। তবে ভারত এবং পাকিস্তানের মতো দলের বিপক্ষে মাঠে নামার আগে পাঁচ দিনের দীর্ঘ ছুটি মেনে নিতে পারেননি তিনি। বিশেষ করে বিশ্বকাপের ময়দানে এমন সিদ্ধান্ত হতাশই করেছে তাঁকে।  


বিসিবি প্রধানের ভাষ্যমতে, 'বিশ্রাম নিতে তো আমি না করছি না। বিশ্রাম তো দিতেই পারে। বিশ্রাম দেয়া এবং ছুটি দেয়া দুটি দুই জিনিস। আপনি বিশ্বকাপ খেলতে গেছেন। দুটি খেলা বাকি ছিল- শক্ত প্রতিপক্ষ ভারত-পাকিস্তানের সঙ্গে। তখন আপনি যদি শোনেন আপনার খেলোয়াড়রা ইউরোপে বেড়াতে যাচ্ছে, তাহলে আপনার কেমন লাগবে। এটা হতে পারে না। কে কী বলছে এতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নয়।’



বড় বড় দুটি ম্যাচের আগে পাঁচ দিনের লম্বা ছুটি ক্রিকেটারদের মনোযোগ নষ্ট করেছে বলে বিশ্বাস করেন পাপন, ‘আপনি যদি বিশ্রাম দিতে চান দুইদিন রেস্ট দেন, তিনদিন রেস্ট দেন এটা ঠিক আছে। চোখে মুখে ওদের শুধু খেলাটাই থাকা উচিত ছিল। সামনে দুটো খেলা, এই বিরতিতে মনোযোগ নষ্ট হয়েছে। আমাদের দলের এমন ম্যাচুরিটি এখনও আসেনি যে সব বাদ দিয়ে তাঁরা অনুশীলন করবে।’


আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের বিপক্ষে ২৮ রানে পরাজিত হয়ে সেই স্বপ্ন ভেঙে যায় মাশরাফিবাহিনীর। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball