বাংলাদেশে নজর হাই প্রোফাইল কোচদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে না পারায় বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচের খোঁজও শুরু করে দিয়েছে বিসিবি।
কোচ হতে আগ্রহীদের আবেদন করার জন্য গত ১৪ জুলাই বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। আবেদনের শেষ সময় ছিল ১৮ জুলাই। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, হাই প্রোফাইল অনেক কোচই আবেদন করেছেন বাংলাদেশের প্রধান কোচের পদে।

রবিবার মিরপুরে তিনি বলেছেন, ‘বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান কাঠামোর পরিস্থিতি অনুযায়ী হাই প্রোফাইল কোচরা ঘরোয়া টি-টোয়েন্টিতেই বেশি আগ্রহ থাকেন। আমরা চাচ্ছি একজন ফুল টাইম কোচ।’
বর্তমান সময়ে বেশিরভাগ কোচই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে কোচিং করাতে বেশি আগ্রহী। তাই পুরো সময়ের জন্য কোনো দলের সঙ্গে থাকতে আগ্রহী নন তারা। তারপরও বিসিবি ফুল টাইম কোচ নিয়োগের ব্যাপারে আশাবাদী।
কোচ হতে আগ্রহী সবার জন্য আবেদন করার প্রক্রিয়াটি উন্মুক্ত করতেই বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, আবেদন পত্রের বাইরেও অনেক কোচের সঙ্গে আলোচনা হচ্ছে তাঁদের।
‘অনেকেই হয়তো আগ্রহী আছে, আমরা জানি না। অনেক সময় কেউ আগ্রহী থাকলেও সে হয়তো জানে না, তার এজেন্ট হয়তো জানে না। এ রকম পরিস্থিতি হয়। তাই এটা সবার জন্য উন্মুক্ত ছিল। এর বাইরেও আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যারা আমাদের শর্ট লিস্টেড হবে, তাদের সঙ্গে আলোচনা করেই বিষয়টা ফাইনাল করা হয়।’