বিশ্বকাপ জেতা জেসন রয় অভিষেকের অপেক্ষায়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্সের পর টেস্ট অভিষেক হতে চলেছে ইংলিশ ওপেনার জেসন রয়ের। আগামী ২৪ জুলাই লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে সাদা পোশাকের যাত্রা শুরু করবেন ইংল্যান্ডের ডানহাতি এই ব্যাটসম্যান।
আইরিশদের বিপক্ষে একটি টেস্টই খেলবে প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে তোলা ইংলিশরা। এই টেস্টের জন্য বুধবার দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে সবচেয়ে বড় চমক রয়। বিশ্বকাপ দলের পেসার জফরা আর্চার আলোচনায় থাকলেও সাইড স্ট্রেইনের চোটের কারণে তাঁকে বিবেচনা করা হয়নি।
চোটের কারণে জায়গা পাননি আরেক পেসার মার্ক উড। আয়ারল্যান্ডের বিপক্ষে রবি বার্নসের সঙ্গে রয়কে ইনিংস শুরু করতে দেখা যাবে। এ দুজন ইংলিশ কাউন্টি দল সারের হয়ে একসঙ্গে খেলেছেন। সারের আরেক ক্রিকেটার অলি পোপও স্কোয়াডে রয়েছেন।

বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ ক্রিকেটারকেই এই টেস্ট ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। ফলে দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটানো অলরাউন্ডার বেন স্টোকস এবং জস বাটলারও টেস্ট দলের বাইরে রয়েছেন।
টেস্টে ইংল্যান্ডের সর্বাধিক উইকেট শিকারি পেসার জেমস অ্যান্ডারসন বেশ কিছুদিন ধরেই কুনুইয়ের চোটে ভুগছেন। সেই চোট পুরোপুরি না কাটিয়ে উঠলেও স্কোয়াডে আছেন তিনি।
ইংল্যান্ড স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারেন, জো ডেনলি, লুইস গ্র্যাগরি, জ্যাক লিচ, জেসন রয়, অলি স্টোন এবং ক্রিস ওকস।