তিনের সাকিব, সাকিবের তিন

ছবি: রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
লর্ডসে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নেমেছে ইংল্যান্ড বিশ্বকাপের। মূল ম্যাচ এবং সুপার ওভারও টাই হওয়ায় বাউন্ডারির হিসেবে শিরোপা জিতেছে স্বাগতিক ইংল্যান্ড। এই বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান হয়েছেন ভারতের রোহিত শর্মা।
এবারের বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতের এই ওপেনার। ৯ ম্যাচে ৬৪৮ রান করে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন রোহিত। তারকা এই ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস ছিল ১৪০ রানের। পাকিস্তানের বিপক্ষে ১১৩ বলে ১৪টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। রোহিতের চেয়ে মাত্র এক রানে পিছিয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান। ১০ ম্যাচে ওয়ার্নারের রান ৬৪৭।
তিন সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরিতে এই রান করেছেন ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজের সেরা ইনিংসটি খেলেছেন মারকুটে এই ব্যাটসম্যান। টাইগারদের বিপক্ষে ১৬৬ রানের ইনিংস খেলেন অজি এই তারকা ক্রিকেটার।
তিন নম্বরে ব্যাটিং করতে নেমে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যান সাকিব আল হাসান আছেন তিন নম্বরে। ৮ ম্যাচ খেলেই তিনি সংগ্রহ করেছেন ৬০৬ রান। এর মধ্যে সাতটিতেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেন সাকিব। দুই সেঞ্চুরির পাশাপাশি ৫টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডার।
চতুর্থ স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দুটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরিতে ১০ ম্যাচে ৫৫৮ রান সংগ্রহ করেছেন করেছেন কিউই এই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডকে চৌকস অধিনায়কত্ব দিয়ে ফাইনালে তুলে টুর্নামেন্ট সেরার পুরষ্কারও জিতেছেন তিনি।
তালিকার পাঁচ নম্বরে আছেন জো রুট। ইংল্যান্ডের ডানহাতি এই ব্যাটসম্যান ১১ ম্যাচে ৫৫৬ রান করেছেন। দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাঁর সর্বোচ্চ ইনিংস ১০৭ রানের।