promotional_ad

কঠিন প্রশ্নের মুখে পড়তে যাচ্ছেন কোহলি-শাস্ত্রী

ছবিঃ সংগৃহীত
promotional_ad

 || ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রশ্নের মুখে পড়তে যাচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি এবং প্রধান কোচ রবি শাস্ত্রী। এমনটাই জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।


প্রধান কোচ এবং অধিনায়কসহ দলের অন্য কোচিং স্টাফদের কাছেও এই হারের ব্যাখ্যা চাইবে ভারতের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যর্থতার দায় স্বীকার করে ইতোমধ্যে ভারতের ফিজিও প্যাট্রিক ফারহার্ট এবং ফিটনেস কোচ শঙ্কর বসু পদত্যাগ করেছেন।



promotional_ad

বিশ্বকাপের শুরু থেকেই রানের মধ্যে ছিলেন না ভারতের মিডল অর্ডার ব্যাটমস্যানরা। সেমিফাইনালে ভারতের টপ অর্ডার ভেঙে গেছে তাসের ঘরের মতো। এ সবের উত্তর কোহলি-শাস্ত্রীরা কীভাবে ব্যাখ্যা করেন এটাই এখন দেখার বিষয়।


ইংল্যান্ডে চলমান বিশ্বকাপে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং লোকেশ রাহুলরা দারুণ ছন্দে থাকলেও আর কোনো ভারতীয় ব্যাটসম্যান নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ইনজুরির কারণে শিখর ধাওয়ান এবং বিজয় শঙ্কর বিশ্বকাপ থেকে ছিটকে যান।


এই দুজনের বদলি হিসেবে জায়গা পান ঋষভ পান্ত এবং মায়াঙ্ক আগারওয়াল। এই দুজনই ভারতের বিশ্বকাপ দলের পরিকল্পনার বাইরে ছিলেন। এরমধ্যে পান্ত বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন।



যদিও বিশ্বকাপের আগে উইকেটকিপিং দক্ষতার কারণে পান্তকে পেছনে ফেলে দলে জায়গা করে নেন দিনেশ কার্তিক। কথা ছিল, মূল উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি যদি ইনজুরিতে পড়েন তাহলে খেলবেন কার্তিক।


দলের বাকি মিডল অর্ডার ব্যাটসম্যানরা ফর্মে না থাকায় কিউইদের বিপক্ষে সেমিফাইনালে ধোনি থাকার পরও খেলানো হয়েছে পান্ত এবং কার্তিককে। তারাও ব্যর্থ হয়েছেন। তাই ভারতের পুরো বিশ্বকাপ দল নিয়েই অনেক প্রশ্ন উঠেছে। এসবের উত্তর খুঁজতে কোহলি-শাস্ত্রীর সঙ্গে বৈঠকে বসবে বিসিসিআই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball