অন্য দলের কোচের দিকে নজর বিসিবির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্টিভ রোডসের বিদায় নিশ্চিত হওয়ার পর নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। বিশ্বকাপের পর অনেক দলের কোচই চাকরি ছাড়তে পারেন। অভিজ্ঞ এবং কৌঁসুলি কোচ পাওয়ার ক্ষেত্রে এই সুযোগটিই কাজে লাগাতে হবে বিসিবিকে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী নিজেও ইঙ্গিত দিয়েছেন যারা বর্তমানে সহজলভ্য আছেন তাদেরকেই প্রস্তাব দেয়া হবে বোর্ড থেকে। তাই অন্য দলের কোচের দিকে নজর দিতে হবে বিসিবিকে। নিজামউদ্দিন বলেন, 'আমরা বিভিন্ন সোর্স থেকে চেষ্টা করবো জানার জন্য যে কোথায় এভেইলেবল আছে বা কারা আমাদের জন্য কাজ করতে পারবে।'

কোচ নিয়োগের ব্যাপারে পূর্ণ গোপনীয়তা অবলম্বন করা হবে বলেও নিশ্চিত করেছেন নিজামউদ্দিন। বিসিবির প্রধান নির্বাহীর ভাষ্যমতে, 'এটিই আসলে আমাদের হওয়া উচিত, আমাদের কেন, যেকোনো বোর্ডের ক্ষেত্রেই এটা হওয়া উচিত। অবশ্যই আপনারা জানেন যে এই বিষয়গুলো সবাই বেশ গোপনীয়তা বজায় করে কে থাকবে না থাকবে না।'
যেসব কোচিং পজিশন খালি আছে সেগুলো পূরণ করার জন্যও এখন কাজ করছে বোর্ড বলে জানান নিজামউদ্দিন। যত দ্রুত সম্ভব কোচ নিয়োগ দেয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। নিজামউদ্দিনের ভাষায়, 'আমাদের এই বিষয়ে কাজ চলছে। আমরা বিভিন্ন সোর্সগুলো থেকে চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কোচিং পজিশন যেগুলো খালি আছে সেগুলো পূরণ করার জন্য।'
আজই বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন ইংলিশম্যান রোডস। এরই মধ্যে তাঁর সাথে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বিসিবি। নিজামউদ্দিন এই প্রসঙ্গে বলেছেন, 'এটি আসলে একটি আনুষ্ঠানিকতা ছিল। আমরা কিছু আনুসাঙ্গিক বিষয় ছিল যেগুলো নিয়ে কথা বলেছি। আমাদের অভ্যন্তরীণ কিছু প্রক্রিয়া ছিল যেগুলো আমরা শেষ করলাম এবং উনি সম্ভবত আজকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন।'