আমি রেকর্ড নিয়ে ভাবার মানুষ নইঃ সাকিব

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি বিশ্বকাপে রেকর্ড বইয়ের পাতা তছনছ করে দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। একের পর এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। এর মধ্যে বেশ কয়েকটি দুর্লভ রেকর্ড গড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ৩০ উইকেট শিকার করেছেন তিনি। তাছাড়া, এক বিশ্বকাপে ৬০০ রান এবং অন্তত ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব। এক আসরে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ডে ভারতের কিংবদন্তি শচিন টেন্ডুলকারকেও ছুঁয়েছেন বাঁহাতি এই ব্যাটম্যান।


promotional_ad

তবে সাকিব জানিয়েছেন এসব রেকর্ড নিয়ে তিনি ভাবেন না। ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে থাকলেও দল সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। এটা নিয়ে আফসোস নেই সাকিবের। যদিও সেমিফাইনালে যাওয়ার যথেষ্ঠ সুযোগ ছিল বলে মনে করেন তিনি।


'এটা নিয়ে সেভাবে চিন্তা করি না। অবশ্যই সেমিফাইনালে যাওয়ার যথেষ্ট সুযোগ আমাদের ছিল। তবে সেসব নিয়ে তো আমি কখনোই চিন্তা করি না। আমি রেকর্ড নিয়ে ভাবার মানুষ নই।'


বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে ৭টিতেই পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন সাকিব। এই অলরাউন্ডার জানিয়েছেন শেষ দুই ম্যাচে তাঁর ওপর ক্লান্তি ভর করেছিল। তবে ফিটনেস ভালো থাকায় সেটা সমস্যা তৈরি করতে পারেনি।


শেষ দুটি ম্যাচ তাই তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কান্তি জয় করে ভারতের বিপক্ষে ৬৬ এবং পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৬৪ রানের ইনিংস খেলেছেন সাকিব। ৮ ম্যাচে ৬০৬ রানের সঙ্গে ১১ উইকেট নিয়ে বিশ্বকাপ শেষ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
 
'সবশেষ দুটি ম্যাচে মানসিকভাবে ক্লান্ত মনে হয়েছে নিজের কাছে। তার পরও ফিটনেস লেভেল ভালো ছিল বলে আমাকে সাহায্য করেছে। হয়তো মাঝখানে দু-একটি দিন ফিটনেস নিয়ে কাজ করলে আরেকটু ভালো হতো। কিন্তু তাতে ক্লান্ত হয়ে যাওয়ার সুযোগও ছিল। দুইটিকে ব্যালান্স করতে পারা কঠিন ছিল। সেদিক থেকে শেষ দুটি ম্যাচ একটু চ্যালেঞ্জিং ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball