স্টার্ককে সর্বকালের সেরা একাদশে চান বোর্ডার

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশ যদি করা হয় তাতে জায়গা মিলবে অনেক রথী মহারথী ক্রিকেটারের। এমন বর্ণাঢ্য একাদশে মিচেল স্টার্ককে চান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডার।
গত শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৬ রানে জয় পায় অজিরা। সেই ম্যাচে মাত্র ২৬ রান খরচায় পাঁচ উইকেট তুলে নেন স্টার্ক। বাঁহাতি এই পেসারের পারফর্মেন্সে মুগ্ধ হয়ে বোর্ডার জানান,

'আপনি তাকে অবশ্যই অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা একাদশে রাখতে চাইবেন। কেননা সে বড় ম্যাচের পারফর্মার। অস্ট্রেলিয়া দলে সবাই ভালো খেলে। কিন্তু সে সবসময় বড় ম্যাচে ভালো খেলে।
সে সঠিক সময়ে পারফর্ম করছে। অস্ট্রেলিয়াকে এখন আরও শক্তিশালী মনে হচ্ছে। অথচ ছয় মাস আগেই তারা বাজে পারফর্মেন্স করছিল।'
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা আট ম্যাচে ১৫.৫৪ গড়ে ২৪ টি উইকেট পেয়েছেন বোর্ডার। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন তিনি।