promotional_ad

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে কে কোন দলে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ খানেক পরই মাঠে গড়াবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর। ২২ জুলাই থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১১ আগস্ট।


টুর্নামেন্টটিতে ফাইনালসহ মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এই আসরকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজিয়ে ফেলেছে। 


দল পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। ব্রাম্পটন ওলভসের হয়ে এবারের আসরে মাঠে নামবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওলভসে সঙ্গী হিসেবে তিনি পাবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, পেসার ওয়াহাব রিয়াজ, সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামিদের।


গ্লোবাল টি-টোয়েন্টি লিগের দল পরিচিতি ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য তুলে ধরা হলোঃ



promotional_ad

ব্রামটন উলভসঃ সাকিব আল হাসান, কলিন মুনরো, আব্রাশ খান, আন্দ্রে ফ্লেচার, আরমান কাপুর, বাবর হায়াত, ড্যারেন স্যামি, ফয়সাল জামখান্ডি, জর্জ মুন্সী, লেন্ডল সিমন্স, নবাব সিং, নিতিশ কুমার, রোহান মুস্তফা, শহীদ আফ্রিদি, টাইমিল প্যাটেল, ওয়াহাব রিয়াজ ও জাহুর খান।


টরেন্টো ন্যাশনালসঃ যুবরাজ সিং, ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড, কেলাম ম্যাকলয়েড, চিরাগ সুরি, ক্রিস গ্রিন, গোলাম শাব্বির, হেনরিচ ক্লাসেন, জসদীপ সিং, জেরেমি গর্ডন, মনপ্রীত গনি, মার্ক মন্টফোর্ড, রবীন্দ্রপাল সিং, রড্রিগো থমাস, সালমান নজর, সন্দীপ লামিনহেন ও ট্রেন্ট বোল্ট।


ভ্যানকুভার নাইটসঃ শোয়েব মালিক, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, আলী খান, চ্যাডউইক ওয়ালটন, ড্যানিয়েল শামস, হর্ষ থেকার, হেডেন ওয়ালশ জুনিয়র, জে জে স্মিথ, ম্যাথু নান্দু, মাইকেল রিপন, ভ্যান ডার ডুসেন, রায়ানান পাঠান, রিজওয়ান চিমা, সাদ জাফর, টিম সাউদি ও টোবিয়াস উইসে।


উইনপেগ হকসঃ ক্রিস লিন, ডোয়াইন ব্রাভো, ডোয়েন স্মিথ, হামজা তারিক, জেপি ডুমিনি, কালীম সানা-উর-রেহিম, নাজিবুল্লাহ জাদরান, পল ভ্যান মেকেরেন, রমিজ শাহজাদ, রায়দ এমিত, রোমেশ ইরাঙ্গা, শাইমান আনোয়ার, সোমপাল কামি, সানি সোহেল, উমাইর ঘানি, উমর আকমল ও বরুন সেহেদভ।



মন্ট্রেয়াল টাইগার্সঃ থিসারা পেরেরা, সুনিল নারাইন, আরসালান খান, ভূপিন্দর সিং, ডিলন হেইলিং, ফাওয়াদ আহমদ, জর্জ বেইলি, ইসুরু উদানা, কিমো পল, কাইল কোয়েজিয়ার, ম্যাথু ক্রস, মুহম্মদ নাভেদ, নিখিল দত্ত, নিরশান ডিকওয়েল, নিজাকাত খান, স্টিভেন টেলর ও ইয়াশ প্যাটেল


এডমন্টন রয়্যালসঃ কেন উইলিয়ামসন, ফাফ ডু প্লেসি, আকাশ গিল, আনশুমান রাথ, বেন কাটিং, ডেভি জ্যাকবস, এহসান নওয়াজ, জেমস নিশাম, কাইল ফিৎসরোয় ফিল, মুহাম্মদ নওয়াজ, নবনিত ধালিওয়াল, রিচি বেরিংটন, সাফিয়ান শরীফ, সতীশ রঞ্জিত ধিন্সা, শাদাব খান, শাহজাদ আহমদজাই ও শেরফান রাদারফোর্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball