দলের দুশ্চিন্তা কমিয়েছেন মোসাদ্দেক

ছবি: ছবিঃ বিসিবি , রতন গোমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল ব্যাটিংয়ে সাত নম্বর পজিশন। কার্যকরী একজন ফিনিশারের খোঁজে ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টাইগার অধিনায়কের দুশ্চিন্তা অনেকখানি কমিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।
যদিও বিশ্বকাপ শুরুর আগে সাব্বির রহমানকেই এই পজিশনের জন্য উপযুক্ত মনে করেছিলেন মাশরাফি। যে কারণে নিষেধাজ্ঞা কমিয়ে সাব্বিরকে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে দেয়া হয়।
বিশ্বকাপের দল ঘোষণার দিন সাব্বিরের অন্তর্ভুক্তি নিয়ে মিডিয়ার কাছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর বক্তব্য ছিল, 'এটা সম্পূর্ণ আমাদের অধিনায়কের পছন্দ। ও খুব জোরালোভাবে আমাদের কাছে ওকে (সাব্বির) নেয়ার দাবি জানিয়েছে এবং আমরা দুজনই এটার পক্ষে একমত হয়েছি। সে এমন একজনকে চাচ্ছে যে লোয়ার মিডল অর্ডারে ফাস্ট বোলারকে সামলাতে পারবে।'
যদিও আয়ারল্যান্ডে বিশ্বকাপ পূর্ববর্তী ত্রিদেশীয় সিরিজে পাল্টে যায় দৃশ্যপট। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে পাঁচটি ছক্কা এবং দুটি চারে ৫২ রানের নজরকাড়া ইনিংসে দলকে জেতান মোসাদ্দেক।

তাঁর এমন ইনিংসে বৃষ্টি আইনে পাওয়া ২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করে বাংলাদেশ। অসাধারণ ক্যামিওটি খেলার পর লোয়ার অর্ডারে বাংলাদেশের নতুন ভরসার নাম হয়ে ওঠেন মোসাদ্দেক।
বিশ্বকাপেও আস্থার প্রতিদান দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ছাড়া এখন পর্যন্ত সবগুলো ম্যাচই খেলেছেন মোসাদ্দেক। প্রত্যাশা মেটানো পারফর্মেন্সও করেছেন তরুণ এই অলরাউন্ডার ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে ২৬, নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ বলে ১১, ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ২৬ এবং আফগানিস্তানের বিপক্ষে ২৪ বলে ৩৫ রানের ইনিংসগুলো ছিল সময় উপযোগী।
শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও সমান কার্যকরী মোসাদ্দেক। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে তিনটি উইকেট নিলেও প্রতি ম্যাচে বল হাতে মিতব্যয়ী ছিলেন ডানহাতি এই অফ স্পিনার।
ম্যাচের যেকোনো মুহূর্তে বল হাতে দায়িত্ব নেয়ার সামর্থ্য রয়েছে মোসাদ্দেকের, যা অধিনায়ক মাশরাফির দুশ্চিন্তা অনেকখানি কমাচ্ছে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি মোসাদ্দেক। ওই ম্যাচে তাঁর অনুপস্থিতি অনুভব করেছেন অধিনায়ক। মাশরাফির মতে, মোসাদ্দেক দলে থাকলে অস্ট্রেলিয়া হয়তো ৩৮১ রানের পাহাড় গড়তে পারতো না।
অজিদের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'মোসাদ্দেক থাকলে কাজে লাগতো। সৌম্য যদিও অনেকটা পুষিয়ে দিয়েছে। তবে মোসাদ্দেক থাকলে দুই পাশ থেকে দু'জন অফ স্পিনার চালাতে পারলে হয়তো ক্ষতিটা কমিয়ে রাখা যেত।'