বিশ্বকাপে এই রেকর্ড কেবল সাকিবের

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে এক হাজার রান ও ৩০ উইকেট শিকার করেছেন তিনি।
দুর্দান্ত এই রেকর্ডটিতে সাকিব ছাড়া নেই অন্য কোনও ক্রিকেটার! বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে এমন রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি।

প্রথমে ব্যাট হাতে নেমে ক্রিকেট ইতিহাসের ১৯তম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে এক হাজার রান করেছেন তিনি। এরপর বল হাতে রহমত শাহ ও গুলবাদিন নাইবের উইকেট নেওয়ার মাধ্যমে এই রেকর্ডের খাতায় নিজের নাম লিখিয়েছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে নামার আগে বিশ্বকাপের এক হাজারি ক্লাবে পৌঁছাতে ৩৫ রান প্রয়োজন ছিল সাকিবের। কিন্তু ব্যাট হাতে এর আগে তিন বিশ্বকাপ খেলা সাকিব করেছেন ৫১ রান।
এরপর বল হাতে সাকিবের দুই উইকেটের প্রয়োজন থাকলেও ইতোমধ্যে চারটি উইকেট শিকার করেছেন সাকিব।
২০১৯ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন সাকিব। দুটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরিসহ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাঁহাতি এই ব্যাটসম্যান।