promotional_ad

পারফর্ম না করলে জাতীয় দলে থাকা যাবে নাঃ রেজা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


পারফর্মেন্স করতে না পারলে জাতীয় দলে থাকা যাবে না বলে মনে করেন টাইগার অলরাউন্ডার ফরহাদ রেজা। যারা পারফর্মেন্স করতে পারবে তাঁরাই জাতীয় দলে টিকে থাকবে বলে মনে করেন তিনি।


সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের দলে ছিলেন রেজা। তবে, সুযোগ হয়নি কোনো ম্যাচ খেলার। এই পেস বোলিং অলরাউন্ডার মনে করেন পারফর্মেন্সে উন্নতি করতে পারলে জাতীয় দলে আবারও জায়গা ফিরে পাওয়া সম্ভব তাঁর।



promotional_ad

'দিনের পর দিন উন্নতি হবে। দুই বছর দেখবেন আরও উন্নতি হয়েছে। এটা হতেই থাকবে। এটা নিয়ম। আফসোস না। জাতীয় দলের জায়গাটাই এমন। যে পারফর্ম করবে সে থাকবে যে করবে না সে থাকবে না।'


২০১১ সালের ডিসেম্বরে সবশেষ আন্তর্জাতিক ওয়ানডেতে খেলেছিলেন রেজা। সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছিলেন ২০১৪ সালে, দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে।


ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ভালো পারফর্মেন্স করে যাচ্ছেন রেজা।  তারই পুরষ্কার হিসেবে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারলেও, এখানেই ক্যারিয়ারের শেষ দেখছেন না এই অলরাউন্ডার।



তিনি জানিয়েছেন যেখানেই সুযোগ পান না কেন নিজের শতভাগ দেয়ার চেষ্টা করবেন তিনি। অনুশীলন করাও বেশ উপভোগ করেছেন বলে জানালেন তিনি।


'বলতে পারব না যে এখনই কি শেষ কিনা। তবে আমি যেখানেই খেলি আমি আমার ১০০% দেয়ার চেষ্টা করব। যেটা আপনি বললেন, অনুপ্রেরণা। আমার প্র্যাকটিস করতে খুব ভালো লাগে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball