পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের দ্বিতীয় তিনদিনের ম্যাচটি ড্র হয়েছে। ফলে দুই ম্যাচ সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
এই ম্যাচে পাকিস্তানের জয়ের জন্য ২৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান করে পাকিস্তান। এরপর আম্পায়াররা ম্যাচটি ড্র ঘোষণা করেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার সামির সাকিব এবং মোহাম্মদ শেহজাদ। উদ্বোধনী জুটিতে ৫৭ রান যোগ করেন তাঁরা দুইজন।
তাঁদের দুইজনের জুটি ভাঙ্গেন মাহফুজুর রহমান রাব্বি। ২৬ রান করা শেহজাদকে ফেরান তিনি। ৫৭ রানে প্রথম উইকেটের পর আশির ঘরে এসে আরও দুটি উইকেট হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল।
দারুণ খেলতে থেকে পাকিস্তানের ওপেনার সামিরকে ৩৫ রানে সাজঘরের পথ দেখান রাব্বি। এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামা কাশিফ আলিকে ২ রান তুলতেই রান আউট করে ফেরত পাঠান সোহাগ আলি।
এরপর, মোহাম্মদ ওয়াকাস ২৮ ও উমর ইমান ৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এর আগে, ৮ উইকেট হারিয়ে ১৮৩ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

৮৭ রানের ইনিংস খেলে বাংলাদেশকে বড় পুঁজি এনে দিতে অবদান রেখেছিলেন আইচ মোল্লা। তাছাড়া, ৩২ রান করেছেন সাকিব শাহরিয়ার। ২৮ রান এসেছে রাফসান জনির ব্যাট থেকে।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল ২৯২ রান করে অল আউট হয়। জবাবে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল ২২০ রান করে অল আউট হয়। ফলে প্রথম ইনিংসে ৭২ রানের লিড পায় বাংলাদেশ দল।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ (প্রথম ইনিংস): ২২০ অলআউট, ৮৩.২ ওভারে
উমার ৫৭, কাশিফ ২২; রাব্বি ৩/৪২, মুশফিক ৩/৩৮
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (প্রথম ইনিংস): ২৯২ অলআউট, ওভারঃ ৭৩.৫
রিহাদ ১৩৬*, রবিন ৫৩; আসের ৪/৩৮, আলি ৩/৫০
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ (দ্বিতীয় ইনিংস): ১৮৩/৮ ডিঃ, ৫৮.৩ ওভারে
আইচ ৮৭, সাকিব ৩২; আসের ৩/২৩, উমার ৩/৩৪
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ (দ্বিতীয় ইনিংস): ১০৩/৩, ২৫ ওভারে
(ওয়াকাস ২৮*, উমার ৭*; রাব্বি ২/২৫)