promotional_ad

ঠান্ডা আবহাওয়া অযুহাত ছাড়া কিছুই নাঃ মাশরাফি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হেরে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৮৮ রানের বড় হার দিয়ে প্রস্তুতি শেষ করেছে টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশ দলের অন্যতম প্রতিপক্ষ ছিল আয়ারল্যান্ডের ঠান্ডা আবহাওয়া।


তবে, উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজের মূল মিশন শুরু করার আগে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন ঠান্ডা আবহাওয়া শুধু অযুহাত ছাড়া কিছুই না।



promotional_ad

‘আমার কাছে মনে হয় না এই ঠান্ডা আমরা মানিয়ে নিতে পারবো। এখানে যারা থাকে তারাও ঠান্ডার সঙ্গে লড়াই করে। তাই ঠান্ডার সময়ে এটা মানিয়ে নেয়ার সুযোগ নেই। মানসিকভাবে শক্ত হতে হবে। ঠান্ডায় খেলা মূলত এটা অজুহাত ছাড়া আর কিছু হবে না। তাই এটাকে মানিয়ে নিয়েই খেলতে হবে।'


বাংলাদেশের তীব্র গরম আবহাওয়া থেকে এসে আয়ারল্যান্ডে মানিয়ে নেয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য বেশ কষ্ঠসাধ্য ব্যাপার। তবে এটাকে কোনো ভাবেই অযুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ মাশরাফি।


প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি মাশরাফির। তাঁর অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। তিনি প্রস্তুতি ম্যাচে দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে প্রতিকূল আবহাওয়াতেও ভালো খেলার উদাহরণ সৃষ্টি করেছেন।



মঙ্গলবার  উন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ডাবলিনে বাংলাদেশ সময় ম্যাচটি বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball