সমালোচকদের কড়া জবাব দিলেন পাপন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ দলের বিশ্বকাপের জার্সি উন্মোচনের পর থেকেই তুমুল সমালোচনা বইছে। অনেকে টাইগারদের সবুজ জার্সিকে পাকিস্তানের জার্সির সঙ্গে তুলনা করেছেন। এই প্রসঙ্গে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি মনে করেন বাংলাদেশের জার্সিকে যারা পাকিস্তানের জার্সির সঙ্গে তুলনা করছেন, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। জার্সিতে বাংলাদেশের নাম বিসিবির লগো থাকার পরও এটাকে পাকিস্তানের জার্সি মনে করার কোনো কারণ নেই বলে জানান তিনি।

'পাকিস্তানের পতাকার সাথে তুলনা করার অবকাশই নেই। আমি আপনাদের একটি কথাই বলছি, বাংলাদেশ যেখানে লেখা আছে সেখানে পাকিস্তান কিভাবে মনে করবে? টাইগারের ছবি এবং বিসিবির লোগো যেখানে আছে এরপরেও কেউ এটিকে বাংলাদেশ না মনে করে পাকিস্তান মনে করলে ওর পাকিস্তানেই থাকা উচিৎ।'
বিসিবি সভাপতি যুক্তি দিয়েছেন হলুদ রঙ থাকলে অস্ট্রেলিয়া আর নীল রঙ থাকলেই ভারতের জার্সি হয়ে যাবে না। সবুজ জার্সি নিয়ে প্রশ্ন ওঠায় তিনি অবাক হয়েছেন।
'এটি তো আসলে আশ্চর্যজনক কথা। তাহলে ধরুন আমি সবুজ ব্যবহার করবো না। হলুদ করলে কি আমরা অস্ট্রেলিয়া হয়ে যাবো, নীল করলে ভারত হয়ে যাবো?'
গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবুজ রঙের নতুন জার্সি অধিনায়ক মাশরাফির হাতে তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
জার্সিতে লাল রঙ না থাকায় তুমুল সমালোচনা হচ্ছিল। এই সমালোচনার মুখে জার্সির ডিজাইন পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিবি। নতুন জার্সিতে সবুজের সাথে থাকছে লালের ছোঁয়া।