ফতুল্লাতে শক্তিশালী দোলেশ্বরের মুখোমুখি ব্রাদার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডে বুধবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মাঠে নামছে ব্রাদার্স ইউনিয়ন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ৭টি ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট টিবিলে ৪ নম্বর অবস্থানে আছে দোলেশ্বর। আর ১০ ম্যাচে মাত্র ২জয়ে ১২ দলের মধ্যে ১১ নম্বরে ব্রাদার্স।
ফলে বোঝাই যাচ্ছে শক্তিমত্তার বিচারে এই ম্যাচে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে দোলেশ্বর। অবশ্য জয় দিয়ে আসর শেষ করতে চাইবে ব্রাদার্স ইউনিয়নও।
ব্যাট হাতে প্রাইম দোলেশ্বরের সবচেয়ে বড় তারকা টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। ১০ ম্যাচে তার সংগ্রহ ৪৯০ রান। এবারের আসরে দুই সেঞ্চুরির সাথে রয়েছে দুই অর্ধশতক।

আর মাত্র ১০ রান করলেই চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এবারের আসরে পাঁচ শতাধিক রান করার গৌরব অর্জন করবেন। এর আগে জহুরুল ইসলাম, রকিবুল হাসান ও এনামুল হক বিজয় পাঁচ শতাধিক রান করেছেন এবারের আসরে।
এদিকে, বল হাতে দলের সেরা পারফর্মার অধিনায়ক ফরহাদ রেজা। ১০ ম্যাচে তার শিকার ২৬ উইকেট। যা ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরেরই সর্বোচ্চ।
রেজা ছাড়াও দলটিতে আছেন আরাফাত সানি, আবু জায়েদ রাহী ও এনামুল হক জুনিয়রের মতো বোলাররা। তাছাড়া, ব্রাদার্স ইউনিয়নের হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ইয়াসির আলী রাব্বি।
১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৪১৮ রান। একটি সেঞ্চুরির সাথে তার রয়েছে ২টি অর্ধশতক। জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমানরাও দলের জন্য ব্যাট হাতে অবদান রাখছেন নিয়মিত। ফলে ব্যাটে বলে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় এই ম্যাচটি।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।
ব্রাদার্স ইউনিয়নঃ মোহাম্মদ শরিফুল্লাহ (অধিনায়ক), ফজলে রাব্বি, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।