দুঃস্বপ্ন ভুলে মাঠে নামছে শেখ জামাল-বিকেএসপি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
নিজেদের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাত্র ১৪১ রানে গুটিয়ে গিয়েছিল শেখ জামাল। আর বিকেএসপি প্রাইম ব্যাংকের দেয়া ২২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছিল।
সেই দুঃস্বপ্ন ভুলে রবিবার দুই দল একে অপরের মুখোমুখি হচ্ছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলের লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ৪টিতে জয় তুলে নিয়েছে শেখ জামাল।

অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে বিকেএসপির জয় ২টি ম্যাচে। এবারের আসরকে সামনে রেখে তারকা বহুল দল গড়েছিল শেখ জামাল। তবে ব্যাটে বলে দল হিসেবে পারফর্ম করতে পারেনি তারা। ফলে আসরের শুরু থেকেই ভুগছে দলটি।
ব্যাট হাতে দলের সেরা ব্যাটসম্যান অধিনায়ক নুরুল হাসান সোহান। ৯ ম্যাচে তিনি ৩৩২ রান করেছেন। অর্ধশতক রয়েছে তিনটি। তাঁর সঙ্গে আর কেউ পারফর্ম করতে পারছেন না।
বিকেএসপি তারুণ্য নির্ভর দল গড়েছিল। দলে রয়েছেন বেশ কয়েকজন অনুর্ধ্ব-১৯ দলের তারকা। তবে তারাও পারফর্ম করতে পারছেন না। টপ অর্ডার ব্যাটসম্যান শামিম পাটোয়ারি দলটিকে একাই টানছেন।
৯ ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ২৮৫ রান সংগ্রহ করেছেন। এবারের আসরে তাঁর ঝুলিতে রয়েছে তিনটি অর্ধশতক। জিততে হলে দুই দলকেই দলীয় পারফর্মেন্স দেখাতে হবে।
বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।