২১ দিন পর ব্যাট হাতে মাহমুদুল্লাহ
ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এরই মধ্যে বাংলাদেশের তারকা মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরি বড় চিন্তায় ফেলে দিয়েছিল টাইগারদের। তবে, এই অলরাউন্ডার ব্যাট হাতে ফেরায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। দীর্ঘ ২১ দিন পর ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি।
মাহমুদুল্লাহ কাঁধের চোটে ভুগছেন। তাঁর ইনজুরিটি গ্রেড থ্রি টিয়ারের। নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে তিনি কাঁধের চোটে পড়েছিলেন। এরপর সেখানেই তাঁর এমআরআই করানো হয়েছিল।

সেই রিপোর্ট হাতে আসার পরই নিশ্চিত করা হয় মাহমুদুল্লাহর ইনজুরির খবর। নিজের ইনজুরি নিয়ে মাহমুদুল্লাহ নিজে কিছু বলতে চাননি। তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন ২১ দিনের বিরতির পর ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ।
'২১ দিনের বিরতির পর সে অনুশীলন করেছে। সে আজ কোনো ব্যাথা অনুভব করেনি। আমি মনে করছি এখন সব ঠিক আছে। আশা করছি কোনো সমস্যা ছাড়াই আসন্ন আয়োজনে (বিশ্বকাপ) অংশ গ্রহণ করতে পারবে সে।'
ধারণা কর?? হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের সুপার লিগে খেলবেন মাহমুদুল্লাহ। এবারের আসরে তাঁর খেলার কথা রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে।
ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অন্যতম সেরা পারফর্মার মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপের গত আসরে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশকে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি।
তাছাড়া, ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে সেঞ্চুরি হাঁকিয়ে সেমিফাইনালে জায়গা করে দিয়েছিলেন টাইগারদের। এর ফলে তাকে ঘিরেই নিজেদের আক্রমণ সাজাচ্ছে বাংলাদেশ দল।